শুক্রবার, ৫ জুন, ২০২০ ০০:০০ টা

চীন থেকে করোনা চিকিৎসাসামগ্রী আনল বিমান বাহিনীর বিমান

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি-১৩০জে পরিবহন বিমানের মাধ্যমে বুধবার চীন থেকে বিভিন্ন ধরনের করোনা চিকিৎসা সহায়ক সামগ্রী দেশে আনা হয়েছে। আইএসপিআর জানায়, বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন শান্তনু চৌধুরী এই মিশনে দলনেতা হিসেবে দায়িত্ব পালন করেন। বিমান বাহিনীর পরিবহন বিমানটির মাধ্যমে ডিসপোজেবল মেডিকেল মাস্ক, সার্জিক্যাল মাস্ক, মেডিকেল সার্জিক্যাল মাস্ক (কেএন৯৫), মেডিকেল প্রটেক্টিভ গগলস, ডিসপোজেবল মেডিকেল প্রটেক্টিভ ফেস শিল্ড, ডিসপোজেবল মেডিকেল প্রটেক্টিভ স্যুট, ডিসপোজেবল মেডিকেল বুট কভার, ডিসপোজেবল মেডিকেল গ্লাভস, ইনফিউশন পাম্প, ব্যাকপ্যাক ডিসইনফ্যাকট্যান্ট স্প্রেয়ার, হ্যান্ড-হেল্ড আইআর থার্মোমিটার এবং থার্মাল ইমেজিং  টেম্পারেচার পরিমাপক হেলমেটসহ বিভিন্ন চিকিৎসা সহায়ক সামগ্রী চীন থেকে দেশে আনা হয়েছে।

উল্লেখ্য, গত ১৯ এপ্রিল বিমান বাহিনীর পরিবহন বিমানের মাধ্যমে করোনাভাইরাস শনাক্তকারী কিট, ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই)সহ চিকিৎসা সহায়ক সামগ্রী চীন থেকে দেশে আনা হয়েছিল।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর