শুক্রবার, ৩১ জুলাই, ২০২০ ০০:০০ টা

বন্যাকবলিত একজন মানুষও না খেয়ে থাকবে না

-মির্জা আজম

জামালপুর প্রতিনিধি বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেছেন, করোনা ও বন্যার দু

বন্যাকবলিত একজন মানুষও না খেয়ে থাকবে না

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেছেন, করোনা ও বন্যার দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে। বন্যাকবলিত এলাকার একটি মানুষও না খেয়ে থাকবে না। বন্যার পানি নেমে গেলে কৃষি পুনর্বাসনসহ গৃহহারাদের নতুন ঘর নির্মাণ এবং ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি, বাঁধ, রাস্তাঘাট মেরামত করা হবে। গতকাল জামালপুরের মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নে করোনা ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে প্রধানমন্ত্রীর দেওয়া ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রীর ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা তামীম আল ইয়ামীন, মেলান্দহ উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো.  কামরুজামান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছানোয়ার হোসেন ছানু প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের ২০০ পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর ঈদসামগ্রী বিতরণ করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর