বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

চেম্বারের হস্তক্ষেপে খাতুনগঞ্জে পিঁয়াজ বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির হস্তক্ষেপে খাতুনগঞ্জের ব্যবসায়ীরা পিঁয়াজ, রসুন, আদার আড়তগুলোতে ক্রয়-বিক্রয় শুরু করেছেন। গতকাল থেকে খাতুনগঞ্জের ব্যবসায়ীরা পণ্য বিকিকিনি শুরু করেন। এর আগে গত রবিবার চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত অতিরিক্ত মূল্যে পিঁয়াজ বিক্রি করার অভিযোগে ১০ জন আড়তদারকে ৭৭ হাজার টাকা জরিমানা করেন। এর প্রতিবাদে গত সোমবার সকাল থেকে ব্যবসায়ীরা পিঁয়াজ, রসুন, আদা বিক্রি বন্ধ রেখেছিলেন। চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন, ‘এখানকার আড়তদাররা সীমান্ত এলাকার আমদানিকারকের কাছ থেকে কেজিপ্রতি ৫০ পয়সা এবং পাইকারি ক্রেতাদের কাছ থেকে ৩০ পয়সা কমিশনে পিঁয়াজ বিক্রি করেন। শুনেছি ভারতে পিঁয়াজের দাম কিছুটা বেড়েছে।

সীমান্তের স্থলবন্দরেও আমদানি পর্যায়ে পিঁয়াজের দাম কিছুটা বাড়ছে। এটি নির্ভর করছে চাহিদা ও সরবরাহের ওপর।’

খাতুনগঞ্জের মেসার্স মোহাম্মদিয়া বাণিজ্যালয়ের স্বত্বাধিকারী মিন্টু সওদাগর বলেন, ‘গণহারে জরিমানা করায় আমরা প্রতীকী প্রতিবাদ করেছি। আলোচনার পর আড়ত খোলা হয়েছে। আশা করি, আমাদের প্রতি প্রশাসনের যে ভুল ধারণা ছিল তা ভেঙেছে।’

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর