শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

প্রতি উপজেলা থেকে বছরে হাজার কর্মী যাবে বিদেশে

নিজস্ব প্রতিবেদক

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আহমেদ মুনিরুছ সালেহীন বলেছেন, দেশের প্রতিটি উপজেলা থেকে বছরে ১ হাজার কর্মী বিদেশ পাঠানোর পরিকল্পনা আছে সরকারের। অভিবাসন খাতে তথ্যনির্ভর প্ল্যাটফরম ‘বিদেশযাত্রা’র সিদ্ধান্ত নিতে অভিবাসীদের সহায়তা করবে। তাই এটি একটি সময়োপযোগী উদ্যোগ। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত প্রত্যাশা প্রকল্পের আওতায় অনলাইন প্ল্যাটফরম ‘বিদেশযাত্রা’ উদ্বোধন করে গতকাল তিনি এসব কথা বলেন।

অভিবাসনপ্রত্যাশী, বিদেশে অবস্থানরত অভিবাসী, বিদেশফেরত অভিবাসী ও তাদের পরিবারের জন্য নিরাপদ অভিবাসন, রেমিট্যান্স ব্যবস্থাপনাসহ প্রয়োজনীয় সব তথ্যসেবা দেওয়ার অঙ্গীকারে এ প্ল্যাটফরম তৈরি করেছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)। আইওএম বলছে, ২০১৯ সালে অভিবাসীরা বাংলাদেশে রেমিট্যান্স পাঠিয়েছে ১৮.৩২ বিলিয়ন মার্কিন ডলার। গত পাঁচ দশকে বাংলাদেশ ১ কোটি ৩০ লাখ শ্রমিক বিদেশে পাঠিয়েছে।

 

সর্বশেষ খবর