রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা
বিশ্ব মৃত্তিকা দিবস উপলক্ষে সেমিনার

খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতে মাটির গুরুত্ব অপরিসীম : কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক বলেছেন, দেশের মানুষের খাদ্য ও পুষ্টি নিরাপত্তার জন্য মাটির গুরুত্ব অপরিসীম। মানুষের জীবন-জীবিকা ও খাদ্য নিরাপত্তা নির্ভর করে টেকসই মৃত্তিকা ব্যবস্থাপনার ওপর। তিনি বলেন, দেশে বর্তমানে ১৭ কোটি মানুষ রয়েছে, যা ক্রমশ বাড়ছে, প্রতি বছর ২২ লাখ নতুন মুখ যুক্ত হচ্ছে; অন্যদিকে শিল্পায়ন, নগরায়ণ, বাড়িঘর নির্মাণ, রাস্তাঘাট তৈরিসহ নানা কারণে চাষের জমি কমছে। এই দুই চ্যালেঞ্জের সঙ্গে যুক্ত হয়েছে- জলবায়ু পরিবর্তন। এসব বিবেচনায় নিয়ে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে হলে টেকসই উৎপাদন ব্যবস্থা ও শস্যের উৎপাদনশীলতা বাড়াতে হবে। সে জন্য মাটিকে সজীব রাখতে হবে, মাটির গুণাগুণ বজায় রাখতে হবে। ‘বিশ্ব মৃত্তিকা দিবস’ পালন উপলক্ষে গতকাল রাজধানীর একটি হোটেলে আয়োজিত সেমিনারে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় কৃষিমন্ত্রী এসব কথা বলেন। মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের মহাপরিচালক বিধান কুমার ভান্ডার এতে সভাপতিত্ব করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর