শিরোনাম
মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

হিযবুত তাহরীর দুই সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বনানী থেকে হিযবুত তাহরীর দুই সদস্যকে গ্রেফতার করেছে এন্টি-টেররিজম ইউনিট (এটিইউ)। তারা হলেন- পাবনার আটঘরিয়া থানার আবু হানিফের ছেলে মো. খলিলুর রহমান ও ঢাকার খিলক্ষেত থানার মো. শাহজাহানের ছেলে মো. ইমরান হাসান। রবিবার সন্ধ্যায় বনানীর ৭ নম্বর রোডের জি-ব্লকের একটি বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এটিইউর দাবি, গ্রেফতারকৃত খলিল ঢাকা মহানগরী উত্তরের এবং ইমরান গাজীপুর মহানগরীর দায়িত্বশীল হিসেবে ‘হিযবুত তাহরীর’ কার্যক্রম পরিচালনা করে আসছিল। এটিইউর পরিদর্শক (মিডিয়া) মো. হারুন অর রশিদ জানান, গ্রেফতারকৃতরা খিলাফত প্রতিষ্ঠার উদ্দেশে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, লিফলেট বিতরণ, পোস্টারিংয়ের মাধ্যমে প্রচার-প্রচারণা, অনলাইনে সম্মেলন ও অনলাইনভিত্তিক প্রচারণা-পরিচালনা করে আসছিল।

এছাড়া তারা রাষ্ট্রের অখ-তা, সংহতি, জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিপন্ন করার জন্য বিভিন্ন সময় ষড়যন্ত্র করত। তারা ঢাকার দক্ষিণখান থানার সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলার পলাতক আসামি। ওই মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর