রবিবার, ১৭ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে রোডম্যাপ দাবি শিক্ষার্থীদের

কর্মসূচি ঘোষণা ছাত্র ইউনিয়নের

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

বিশেষজ্ঞদের মতামত নিয়ে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে রোডম্যাপ ঘোষণাসহ আট দফা দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। গতকাল দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। তাদের অন্য দাবিগুলোর মধ্যে আছে- করোনাকালে শিক্ষাপ্রতিষ্ঠানে বেতন ফি মওকুফসহ অ্যাসাইনমেন্টের নামে আদায়কৃত ফি ফেরত দেওয়া, নামে-বেনামে ফি আদায়কারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, দ্রুত এইচএসসির ফল প্রকাশসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানে সেশনজট রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, পাঠ্যপুস্তকে সাম্প্রদায়িকীকরণ বন্ধ, সব বিশ্ববিদ্যালয়ে বাণিজ্যিক কোর্স বন্ধ ও অগ্রাধিকার ভিত্তিতে শিক্ষক-শিক্ষার্থীদের বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া ইত্যাদি। দাবি আদায়ে পরবর্তী কর্মসূচি ঘোষণা করে সংগঠনটি। এর মধ্যে রয়েছে ১৮ জানুয়ারি ঢাকায় বিক্ষোভ মিছিল, ২৫ জানুয়ারি সারা দেশে ছাত্র-শিক্ষক অভিভাবক মতবিনিময় সভা ও ২৭ জানুয়ারি থেকে সারা দেশে আট দফার সমর্থনে গণস্বাক্ষর কর্মসূচি। গণস্বাক্ষর সংগ্রহ শেষে শিক্ষা মন্ত্রণালয় বরাবর স্মারকলিপিও প্রদান করবে তারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ফয়েজ উল্লাহ। তিনি বলেন, দীর্ঘ বন্ধে অনেক শিক্ষার্থী শিক্ষার আগ্রহ হারিয়ে ফেলছে। ফলে তাদের আবারও শিক্ষা কার্যক্রমে ফেরত আনা সহজসাধ্য হবে না। পর্যাপ্ত অবকাঠামোগত সুবিধা না থাকা, ইন্টারনেটের মন্থরগতি, ডিভাইসের অভাবে অধিকাংশ দরিদ্র শিক্ষার্থীই অনলাইন ক্লাসের বাইরে। শতভাগ শিক্ষার্থীর আগ্রহ নিশ্চিত না করেই চলছে অনলাইন ক্লাস-পরীক্ষা। তিনি আরও বলেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো টিউশন ফি আদায়ের ঘৃণ্যতম প্রচেষ্টায় লিপ্ত হয়েছে। অ্যাসাইনমেন্টের নামে নেওয়া হচ্ছে নামে-বেনামে ফি।

অন্যদিকে বাতিল হওয়া ২০২০ সালের এইচএসসি পরীক্ষার রেজাল্ট না দেওয়ায় ধোঁয়াশায় বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছুরা। বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীরা পড়ছেন সেশনজট সংকটে, যা সামাল দিতে বিশ্ববিদ্যালয়গুলো একেবারেই প্রস্তুত নয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর