বৃহস্পতিবার, ২১ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

বাবা-মাকে না পেয়ে কাঁদছে চার বছরের আফরা

দম্পতিকে চাপা দেওয়া সেই বাসচালক রিমান্ডে

আদালত প্রতিবেদক

রাজধানীর বিমানবন্দর থানা এলাকায় বাসের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহতের ঘটনায় করা মামলায় ঘাতক বাসচালক তসিকুল ইসলামকে এক দিন রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছে আদালত। গতকাল ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরী এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার এসআই এমরান হোসেন আসামিকে আদালতে হাজির করে ৫ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন। এ সময় আসামির আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক রিমান্ডের আদেশ দেন। মামলা সূত্রে জানা গেছে, ১৮ জানুয়ারি সকাল সোয়া ৭টার দিকে রাজধানীর বিমানবন্দর সড়কে পদ্মা অয়েল গেটের পাশে আজমেরী গ্লোরি পরিবহনের (ঢাকা মেট্রো ব-১৫-৪২৫৪) একটি বাসের ধাক্কায় আকাশ ও মায়া দম্পতির মর্মান্তিক মৃত্যু হয়। নিহত আকাশ ও মায়া দুজনেই চাকরি করতেন। প্রতিদিন সকালে দক্ষিণখানের পূর্ব মোল্লারটেকের বাসা থেকে স্ত্রী মায়াকে নিয়ে মোটরসাইকেলে বের হতেন আকাশ। স্ত্রীকে অফিসে নামিয়ে দিয়ে নিজের অফিসে যেতেন। এদিকে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আকাশ ও মায়া নিহতের পর তাদের ৪ বছর বয়সী একমাত্র কন্যাসন্তান আফরা এখন গ্রামের বাড়ি ফরিদপুর সদর থানার ধুলদি এলাকায় দাদা-দাদির কাছে রয়েছে। তবে বাবা-মাকে কাছে না পেয়ে বার বার কান্নায় ভেঙে পড়ছে সে। আকাশের ফুপাতো ভাই মো. মিজানুর রহমান মিন্টু জানান, মা-বাবাকে কাছে না পেয়ে কিছুই খেতে চাইছে না আফরা। কিছুতেই তার কান্না থামাতে পারছে না দাদা জাফর ইকবালসহ অন্যরা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর