সোমবার, ২৫ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

রংপুরে শিশু ধর্ষণের দায়ে যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, রংপুর

দীর্ঘ ১২ বছর পর রংপুরে ১৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ধর্ষকের যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। গতকাল দুপুরে রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক যাবিদ হোসেন এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। মামলা সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ১০ মার্চ রংপুর নগরীর মধ্য বিন্নটারী এলাকায় ১৩ বছর বয়সী এক শিশুকন্যা রাত ৮টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাড়ির অদূরে বাঁশঝাড়ের কাছে গেলে আমজাদ হোসেনের ছেলে আইনুল হক শিশুটিকে ধর্ষণ করে। শিশুটির আর্তচিৎকারে আশপাশের লোকজন এসে ধর্ষক আইনুলকে আটক করে। কিন্তু তার স্বজনরা হামলা চালিয়ে ধর্ষককে ছিনিয়ে নিয়ে যায়। গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় শিশুটির বাদী হয়ে কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

পুলিশ তদন্ত শেষে আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করে। মামলায় বাদীপক্ষের আটজন সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষে বিচারক আসামিকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদন্ড এবং ২৫ হাজার টাকা জরিমানার আদেশ দেন। সরকার পক্ষের আইনজীবী রফিক হাসনাইন এ রায়ে সন্তোষ প্রকাশ করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর