বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

প্রথম ইভিএমে ভোট

পৌরসভা নির্বাচন

সাইদুল ইসলাম, চট্টগ্রাম

চট্টগ্রামে চতুর্থ ও পঞ্চম ধাপের নির্বাচনে প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট হবে পাঁচ পৌরসভায়। ইভিএমে কীভাবে ভোট প্রদান-গ্রহণ করা হবে সে বিষয়ে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। চতুর্থ ধাপে পটিয়ায় নির্বাচনের জন্য ইভিএম পৌঁছলেও পঞ্চম ধাপে নির্বাচনের ইভিএমগুলো আজ ভোরেই স্ব স্ব পৌরসভায় পৌঁছে যাবে। পঞ্চম ধাপের নির্বাচনে রাউজান, রাঙ্গুনিয়া, মিরসরাই ও বাড়ৈয়ারহাট পৌরসভার মধ্যে রাউজানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র-কাউন্সিলর প্রার্থী সবাই নির্বাচিত হওয়ার পথে রয়েছেন। রাউজানে ইভিএম গেলেও তা ফেরতের ব্যবস্থা করা হবে বলে জানান নির্বাচনের দায়িত্বশীলরা। পঞ্চম ধাপের নির্বাচনে রাউজান ছাড়া তিন পৌরসভায় মেয়র পদে ৬ ও কাউন্সিলর পদে ১৫৫ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ বলেন, পৌর নির্বাচনের জন্য সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন রয়েছে। আজকের মধ্যেই ইভিএম চলে আসছে। ইসি সূত্রে জানা গেছে, চার পৌরসভায় মোট ভোট কেন্দ্র ৪৯টি, ভোটকক্ষ ২৬৫টি। এখানে অস্থায়ী কেন্দ্র ২টি এবং স্থায়ী ভোটকক্ষ ৪২টি। চার পৌরসভায় মোট ভোটার ৯৭ হাজার ৮৮৫ জন। পুরুষ ৫১ হাজার ৩ ও মহিলা ৪৬ হাজার ৮৮২ জন। পটিয়া পৌরসভায় ভোটার ৩৯ হাজার ৭৮৭ জন।

এদিকে রাউজানে মেয়রসহ ১১ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে। ৬ নম্বর ছাড়া অন্য ওয়ার্ডগুলোয় কেউই মনোনয়নপত্র জমা দেননি।

 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর