শিরোনাম
বুধবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

সফল বিট পুলিশিং হলে অপরাধ কমবে : আইজিপি

নিজস্ব প্রতিবেদক

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে দেশব্যাপী বিট পুলিশিং কার্যক্রম শুরু হয়েছে। সফলভাবে বিট পুলিশিং করলে সমাজে অনেক অপরাধ কমে আসবে। গতকাল পুলিশ সদর দফতরে অপরাধ পর্যালোচনা সভায় এসব বলেন আইজিপি। এ সময় তিনি প্রতিটি মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মনিটরিং অব্যাহত রাখার জন্য মাঠ কর্মকর্তাদের নির্দেশ দেন।

আইজিপি বলেন, পুলিশের আচার-আচরণে ইতিবাচক অনেক পরিবর্তন এসেছে। ই?তিবাচক প?রিবর্ত?নের এ প্র?ক্রিয়া অব্যাহত রয়েছে। আমরা চাই থানায় আগত সেবাপ্রার্থীর সঙ্গে যে কো?নো প্রকার খারাপ আচর?ণের কথা বাস্তব নয়, গল্প ও কল্পকথার অংশ হোক। তা বি?বেচনায় নি?য়েই কাজ কর?ছি আমরা। জনবান্ধব পু?লিশ হ?তে হলে থানায় কর্মরত পুলিশ সদস্যদের জনগণের সঙ্গে ভালো আচরণ করতেই হবে, তাদের সহযোগিতা করতে হবে। সেবাপ্রার্থীর প্র?তি সাপোর্টিভ হতে হবে। পেশিশক্তি নয়, পু?লি?শের কা?জে আইনি সক্ষমতা প্র?য়োগ কর?তে হ?বে।

ড. বেনজীর আহমেদ বলেন, মাদ?কের সঙ্গে যে কো?নো অ?বৈধ সংশ্লিষ্টতার প্রমাণ পে?লে পু?লি?শের যে কো?নো সদ?স্যের প্র?তি শূন্যসহিষ্ণুতা প্রদর্শন করা হ?চ্ছে। শৃঙ্খলার সঙ্গে কোনোভাবেই আপস করা যাবে না। কর্মক্ষেত্রে সহকর্মী ও অন্যান্য পেশার মানুষের সঙ্গে পেশাদার সম্পর্ককে গুরুত্ব দি?তে হবে। অধীনস্থ?দের গ?তি?বি?ধি ও কাজক?র্মের খোঁঁজখবর রাখ?তে হ?বে। ভালো কাজ ও সদাচর?ণের মাধ্যমে মানুষের হৃদয়ে জায়গা করে নিতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর