মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

দেশের স্বার্থে রেলপথের উন্নয়ন করা হচ্ছে : রেলমন্ত্রী

দিনাজপুর প্রতিনিধি

দেশের স্বার্থে রেলপথের উন্নয়ন করা হচ্ছে : রেলমন্ত্রী

একটি দেশের উন্নতির পথযাত্রায় যোগাযোগব্যবস্থা অপরিহার্য উল্লেখ করে রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিদ্ধান্ত নিয়েছেন পর্যটন নগরী কক্সবাজার পর্যন্ত রেল লাইন সম্প্রসারণ করার। আশা করছি আগামী ২০২২ সালের মধ্যে কক্সবাজার পর্যন্ত রেলপথ সম্প্রসারিত হবে। দিনাজপুর থেকে সরাসরি ট্রেন কক্সবাজারে যাবে। শুধু তাই নয়, পঞ্চগড় থেকে ভারতের শিলিগুড়ি পর্যন্ত রেলওয়ের মাধ্যমে মানুষ যাতায়াত করবে। ইতিমধ্যে সে সমীক্ষা কাজ চলছে। গতকাল দিনাজপুর রেল স্টেশনের উঁচু ও বর্ধিত প্ল্যাটফরমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ রেলওয়ে রাজশাহী মহাব্যবস্থাপক (পশ্চিম) মিহির কান্তি গুহর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন দিনাজপুর জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম, রেলপথ মন্ত্রণালয়ের সচিব সেলিম রেজা, জেলা পরিষদ চেয়ারম্যন আজিজুল ইমাম চৌধুরী, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক  ডি এন মজুমদার, পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন প্রমুখ।

সর্বশেষ খবর