খুলনা নগরে ১৭.৬২ বর্গমাইলের ওয়েস্ট জোন পাওয়ার ডিষ্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) ৩৫০ কিলোমিটার বিদ্যুৎ সংযোগ রয়েছে। তবে বিভিন্ন স্থানে এই তারের জঞ্জালে শহরের সৌন্দর্য নষ্ট হচ্ছে। প্রাকৃতিক দুর্যোগে তার ছিঁড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ও দুর্ঘটনা ঘটছে। এ অবস্থায় খুলনার শিপইয়ার্ড ও শেরে বাংলা রোডের মাটির নিচ দিয়ে বিদ্যুতের তার নেওয়ার পরিকল্পনা করছে ওজোপাডিকো। এতে বিভিন্ন ক্যাটাগরির ৩৩ কেভি. ১১ কেভি. বিদ্যুতের তার বসাতে ব্যয় হবে ১৭২ কোটি টাকা। গত ১৮ মার্চ ওজোপাডিকোর বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে। জানা যায়, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির অনুষ্ঠানে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক ওজোপাডিকোকে ওই দু’টি সড়কের চলমান নির্মাণ কাজের সঙ্গে মাটির নিচ দিয়ে বিদ্যুতের তার নেওয়ার প্রস্তাব দেন। তারপরই বিষয়টি আলোচনায় আসে। ওজোপাডিকো’র তত্বাবধায়ক প্রকৌশলী মো. সাইদুজ্জামান বলেন, খুলনা বরিশাল যশোর জেলায় মাটির নিচে বিদ্যুতের তার নেওয়ার প্রকল্প আগে থেকে নেওয়া হয়েছিল। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এতে অর্থায়নে সম্মত হয়। ২০২০-২২ সালের জন্য ‘কান্ট্রি অপারেশন বিজনিস প্লাস’ প্রকল্পের আওতায় তাদের ২০০ মিলিয়ন ডলার দেওয়ার কথা ছিল। কিন্তু করোনা পরিস্থিতিতে তা’ স্থগিত হয়ে রয়েছে। এ অবস্থায় রাজস্ব খাত থেকে ওই সড়কে আন্ডারগ্রাউন্ড বিদ্যুৎ লাইন বসানোর কার্যক্রম শুরু হয়েছে। ওজোপাডিকো’র ব্যবস্থাপনা পরিচালক মো. শফিক উদ্দিন জানান, মাটির নিচ দিয়ে বিদ্যুতের তার নেওয়া সম্ভব হলে নগরের সত্যিকারের সৌন্দর্য বাড়বে। এতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবে। সেই সঙ্গে দুর্ঘটনার ঝুঁকি কমবে।
শিরোনাম
- নারায়ণগঞ্জে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ
- নটিংহ্যাম ফরেস্টের নতুন কোচ শন ডাইচ, প্রথম ম্যাচে মুখোমুখি হবেন পোর্তোর
- রাজশাহী মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২০
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৭৭৯ মামলা
- মেহেরপুরে শিক্ষকদের মানববন্ধন
- ‘বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা সমাজের বোঝা নয়, গুরুত্বপূর্ণ অংশ’
- এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া বাড়ছে ১৫ শতাংশ
- ইরানের পাশে দাঁড়াল প্রতিবেশী আরব দেশ, নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (২১ অক্টোবর)
- ৯ সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার
- অতিরিক্ত দুই জজের বাংলোতে দুঃসাহসিক চুরি, আটক ৪
- স্ত্রীসহ সাংবাদিক সুভাষ সিংহের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- আগস্টে বিদেশে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডে ব্যয় বছর ব্যবধানে ১৯ শতাংশ বেড়েছে
- প্রতিরক্ষা জোরদারে ৮৮৫০ তরুণ-তরুণীকে প্রশিক্ষণ দেবে সরকার
- ফের খুলে দেওয়া হচ্ছে পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত
- মোংলা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি সাব্বির, সম্পাদক শামীম
- স্বাধীন দেশে আমরা ছিলাম পরাধীন: ফয়জুল করীম
- সীমান্ত অতিক্রম, উত্তর কোরীয় সৈন্যকে আটক সিউলের
- ৪ হাজার এএসআই নিয়োগের প্রজ্ঞাপন জারি
- জুবায়েদ হত্যার প্রতিবাদে দিনাজপুর সরকারি কলেজ ছাত্রদলের বিক্ষোভ
আন্ডারগ্রাউন্ড বিদ্যুৎ লাইন হচ্ছে খুলনার দুই সড়কে
নিজস্ব প্রতিবেদক, খুলনা
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর