মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১ ০০:০০ টা

দেশের ৫০ বছরের সাফল্য উদযাপন করবে ‘নগদ’

দেশের ৫০ বছরের সাফল্য উদযাপন করবে ‘নগদ’

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশের ঝুলিতে জমেছে অসংখ্য সফলতার গল্প। যে গল্পগুলো অনেক দেশ ও সমাজের জন্য অনুকরণীয় হয়েছে। এমনই কিছু সেরা সাফল্য দেশের মানুষের কাছে তুলে ধরার উদ্যোগ নিয়েছে ডাক বিভাগের ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’। ‘বিজয় থেকে অর্জনে (১৯৭১-২০২১)’ শিরোনামের গল্পগুলো স্বাধীনতার মাস থেকে শুরু করে বিজয় দিবস পর্যন্ত ধারাবাহিকভাবে প্রচার করা হবে। ‘নগদ’-এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক বলেন, সেরা অর্জনের তালিকায় সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার ব্যতিক্রমধর্মী সাফল্য গাথার গল্পও মানুষের কাছে তুলে ধরা হবে। একই সঙ্গে ডাক বিভাগের গত এক শতাব্দীর মধ্যে অন্যতম সফল উদ্যোগ ‘নগদ’-এর কথাও থাকবে। বিজ্ঞপ্তি

সর্বশেষ খবর