শনিবার, ২৭ মার্চ, ২০২১ ০০:০০ টা

পুরান ঢাকার মালাকারটোলা গণহত্যা দিবস আজ

নিজস্ব প্রতিবেদক

পুরান ঢাকার মালাকারটোলা গণহত্যা দিবস আজ। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি সেনাবাহিনী  মেশিনগানের গুলিতে পুরান ঢাকার লোহারপুলের মালাকারটোলার হিন্দু মহল্লার ১৫জনকে ধরে নিয়ে লোহারপুলের ওপর দাঁড় করিয়ে ব্রাসফায়ার করে। সঙ্গে সঙ্গে ১২ জন মারা যান। গুরুতর আহত ৩ জন গুলিবিদ্ধ অবস্থায় সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হলেও দীর্ঘদিন মরণযন্ত্রণা ভোগ করে তাদেরও মৃত্যু হয়। ব্রাসফায়ারে সে গণহত্যায় নিহত ১২ জনের মধ্যে ১১ জনই ছিলেন হিন্দু সম্প্রদায়ের লোক।

নিহতরা হলেন, ড. হরিনাথ দে, ইন্দ্র মোহন পাল, বিপ্লব কুমার দে, দুলাল চন্দ্র দে, লাল মোহন সাহা, মনিলাল সাহা, খিতিশ চন্দ্র নন্দী, প্রাণ কৃষ্ণ পাল, বিশ্বনাথ দাস (পল্টু), জীবন ঘোষ, জীবন কৃষ্ণ দাস ও হারুন-অর-রশীদ।

মালাকারটোলা গণহত্যার প্রত্যক্ষদর্শী বাবুল দে ক্ষোভ প্রকাশ করে বলেন, সেই ভয়াবহ গণহত্যার পর গত ৫০ বছরেও সরকারিভাবে শহীদের স্বজনদের কোনো খোঁজ খবর নেওয়া হয়নি। শহীদের স্বীকৃতিও পাননি নিহতরা। যদি সেই দিনের নিহতদের শহীদের স্বীকৃতি এবং শহীদ পরিবারকে সরকারিভাবে সহযোগিতা দেওয়া হতো তবে শহীদ পরিবারের সদস্যরা কিছুটা সান্ত্বনা পেত। 

সর্বশেষ খবর