শিরোনাম
রবিবার, ২৮ মার্চ, ২০২১ ০০:০০ টা

তারিখ এক হওয়ায় ইনক্রিমেন্ট বঞ্চিত সরকারি চাকরিজীবীরা

নিজস্ব প্রতিবেদক

জন্ম তারিখ ও অবসর প্রস্তুতি ছুটির (পিআরএল) তারিখ এক হওয়ায় বার্ষিক ইনক্রিমেন্ট বঞ্চিত হচ্ছেন বহু সরকারি চাকরিজীবী। বর্তমানে যে সফটওয়্যারের মাধ্যমে অনলাইন পে ফিকচেশন করা হয় সেখানে এ দুটি তারিখ যাদের ১ জুলাই তাদের ক্ষেত্রে এ জাতীয় সমস্যা হচ্ছে। সফটওয়্যারে ফিকচেশনের ঘরে ইনক্রিমেন্টের অপশন শো না করায় বার্ষিক ইনক্রিমেন্ট যোগ হচ্ছে না। ফলে বহু চাকুরে বার্ষিক ইনক্রিমেন্ট বঞ্চিত হচ্ছেন। অর্থ বিভাগে পাঠানো শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জীবন কৃষ্ণ বসুর আবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। জানা যায়, তার জন্ম ও পিআরএল তারিখ ১ জুলাই।  সফটওয়্যার বিভ্রাটে তিনি প্রতি মাসে ১ হাজার ১২৪ টাকা ইনক্রিমেন্ট বঞ্চিত হচ্ছেন।

 শুধু শেরপুর জেলাতেই ১০ জনের বেশি এ ধরনের ঘটনায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

শেরপুর জেলার হিসাবরক্ষণ কর্মকর্তা তাকে জানান, জন্ম ও পিআরএল তারিখ এক হওয়ায় সফটওয়্যার ইনক্রিমেন্টের অপশন দেখায় না। জানতে চাইলে অর্থবিভাগের সিনিয়র সচিব আবদুর রউফ তালুকদার বলেন, এমন বিভ্রাট হলে অবশ্যই তা সমাধান করা হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর