শিরোনাম
সোমবার, ২৯ মার্চ, ২০২১ ০০:০০ টা

তিন বাহিনী প্রধানের সঙ্গে সাক্ষাৎ ভারতীয় বীর যোদ্ধাদের

নিজস্ব প্রতিবেদক

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ভারতীয় সশস্ত্র বাহিনীর একটি প্রতিনিধি দল গতকাল সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ, নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল ও সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল মো. আবুল বাশারের সঙ্গে পৃথকভাবে তাদের দফতরে সাক্ষাৎ করেছেন। আইএসপিআর জানায়, মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) নারায়ণ শংকর নায়ারের নেতৃত্বে ৩০ জন মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী এবং ৬ জন চাকরিরত ভারতীয় সামরিক বাহিনীর সদস্য গত ২৫ মার্চ রাষ্ট্রীয় সফরে ঢাকায় আসেন।

প্রতিনিধি দলটি সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে স্বাধীনতা যুদ্ধে শাহাদাত বরণকারী সশস্ত্রবাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান। প্রতিনিধি দলটি আজ ভারতে ফিরে যাবেন।

সর্বশেষ খবর