বুধবার, ২৬ মে, ২০২১ ০০:০০ টা

কেমন বাজেট চাই নারায়ণগঞ্জে

প্রাচ্যের ডান্ডি নারায়ণগঞ্জ। রাজনৈতিক সামাজিক ও অর্থনৈতিক দেশের সব ক্ষেত্রেই নারায়ণগঞ্জের অবদান অনস্বীকার্য। শিল্পপ্রতিষ্ঠান, কল-কারখানা, নিট গার্মেন্ট, হোসিয়ারি পল্লী, ডায়িং কারখানা, টেক্সটাইল, স্পিনিং মিল, সুতা পল্লী, রং, কেমিক্যাল, আটা, ময়দা, চালের আড়ত কী নেই এখানে। রাজস্ব আদায় আর বৈদেশিক মুদ্রা উপার্জন- কোথায় অবদান নেই! মূলত দেশের বিভিন্ন পর্যায়ে নারায়ণগঞ্জ অবদান রাখলেও জেলায় কাক্সিক্ষত উন্নয়ন হয়নি। স্বাস্থ্য খাত, শিক্ষা খাত ও শিল্পবান্ধব যোগাযোগের বিষয়টি অবহেলিত। সব মিলিয়ে স্বস্তিতে নেই পেশাজীবী শ্রেণির মানুষ। আগামী বাজেটে পুরো নারায়ণগঞ্জকে একটি মাস্টারপ্ল্যানের আওতায় আনতে সরকারের প্রতি দাবি জানিয়েছেন নারায়ণগঞ্জ ব্যবসায়ী, পেশাজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিরা। তাদের সাক্ষাৎকার নিয়ে ছেন নারায়ণগঞ্জ প্রতিনিধি রোমান চৌধুরী সুমন

♦  কাঠামোগত উন্নয়নে বরাদ্দ চাই

♦  ব্যবসায়িক নীতি সহজীকরণ করা হোক

 

সর্বশেষ খবর