সোমবার, ৩১ মে, ২০২১ ০০:০০ টা

খুলনায় সাইক্লোন শেল্টারে শিশুর জন্ম, নাম ‘ইয়াস’

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় কয়রার মহারাজপুরের খেজুরডাঙ্গা সাইক্লোন শেল্টারে এক কন্যা শিশুর জন্ম হয়েছে। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে জলোচ্ছ্বাসে বেড়িবাঁধ ভেঙে আশপাশের গ্রাম তলিয়ে গেলে কয়েকশ’ মানুষ এ সাইক্লোন শেল্টারে আশ্রয় নেয়। ঘূর্ণিঝড়ের পাঁচদিন পরও তারা বাড়ি ফিরতে পারেননি। এই সাইক্লোন শেল্টারে শনিবার এক কন্যা শিশুর জন্ম হয়েছে। শিশুটির বাবার নাম আব্দুস সালাম। তিনি শিমলার আউট খেজুরডাঙ্গা গ্রামের বাসিন্দা। শনিবার সাইক্লোন শেল্টারে আবদুস সালামের স্ত্রী সায়েরা বেগমের প্রসব বেদনা উঠলে ওই গ্রামের এক ধাত্রীকে ডাকা হয়। তার হাতেই জন্ম নেয় শিশুটি। বর্তমানে শিশু ও তার মা সুস্থ রয়েছেন। জানা যায়, সাইক্লোন শেল্টারে এখনো রান্না করা খাবার সরবরাহ না করায় সন্তান জন্ম দেওয়ার পর থেকে সায়েরা বেগমকে সামান্য বিস্কুট চিঁড়া মুড়ি খেয়েই দিন কাটাতে হয়েছে।

এদিকে ইয়াসের দুর্যোগের মধ্যে শিশুটির জন্ম হওয়ায় তার নাম রাখা হয়েছে ‘ইয়াস’। সাইক্লোন শেল্টারে থাকা অনেকে শিশুটিকে এই নামে ডাকতে শুরু করেছে। বাড়িঘর পানিতে তলিয়ে যাওয়ায় এই পরিবারটিকে আরও কয়েকদিন হয়তো সাইক্লোন শেল্টারে থাকতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর