সোমবার, ১৪ জুন, ২০২১ ০০:০০ টা

পিডিবি কর্মকর্তার স্ত্রীর পৌনে ৪ কোটি টাকার ‘অবৈধ সম্পদ’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

প্রায় ৪ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন  বোর্ডের (পিডিবি) প্রধান কার্যালয়ের পরিচালক (পূর্তকর্ম) এস এম এ আজিম ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল দুদকের ঢাকা-১-এর সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি করেন দুদকের উপপরিচালক  মো. হাফিজুল ইসলাম। দুদক চট্টগ্রামের পরিচালক মাহমুদ হাসান জানান, মামলায় ১ নম্বর আসামি করা হয় এস এম এ আজিমের স্ত্রী নবতারা নূপুরকে (৫৬)। আজিমকে ২ নম্বর আসামি করা হয়। আজিম একসময় চট্টগ্রাম পিডিবির তত্ত্বাবধায়ক প্রকৌশলী ছিলেন। দুদক আইন ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর ৪(২) ধারা ও দন্ডবিধি ১০৯ ধারায় মামলাটি করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর