বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১ ০০:০০ টা

দ্রুত প্রাইমারি স্কুলে শিক্ষক নিয়োগের সুপারিশ

নিজস্ব প্রতিবেদক

দ্রুততম সময়ে প্রাইমারির নিয়োগবিধি প্রণয়ন করে শিক্ষার্থীদের সংখ্যানুপাতে সব স্কুলের শিক্ষক ও জনবল নিয়োগের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। এ ছাড়া নিয়োগসংক্রান্ত মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়। রাজধানীর মিরপুরে পিটিআই ভবনে গতকাল অনুষ্ঠিত ‘প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি’র বৈঠকে এসব সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, মেহের আফরোজ, মো. নজরুল ইসলাম বাবু, শিরিন আখতার, ফেরদৌসী ইসলাম ও মো. মোশারফ হোসেন বৈঠকে অংশগ্রহণ করেন।

পার্বত্য জেলার বিদ্যালয় জাতীয়করণের সুপারিশ : তিন পার্বত্য জেলায় প্রায় ২০ বছর আগে প্রতিষ্ঠিত ১৪২টি প্রাথমিক বিদ্যালয়কে বিশেষ বিবেচনায় দ্রুত জাতীয়করণের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। একই সঙ্গে পার্বত্য জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের শিক্ষাগত যোগ্যতা শিথিল করারও সুপারিশ করা হয়। এছাড়া পার্বত্য এলাকায় পর্যটনসহ যে কোনো স্থাপনা নির্মাণের ক্ষেত্রে পরিবেশ এবং প্রতিবেশের কোনো প্রকার ক্ষতি না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। সংসদ ভবনে গতকাল অনুষ্ঠিত বৈঠকে এসব সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি আলহাজ মো. দবিরুল ইসলাম। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং, দীপংকর তালুকদার, এ বি এম ফজলে করিম চৌধুরী, কুজেন্দ্র লাল ত্রিপুরা, মীর মোস্তাক আহমেদ রবি বৈঠকে অংশ নেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর