শুক্রবার, ৬ আগস্ট, ২০২১ ০০:০০ টা

টিকা নিয়ে অনিশ্চয়তায় ৮ লাখ গার্মেন্ট শ্রমিক

এখনো সরকার থেকে আনুষ্ঠানিক কিছু জানানো হয়নি

রোমান চৌধুরী সুমন, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে ছোট বড় প্রায় ৭০০ গার্মেন্টে কর্মরত ৮ লাখ শ্রমিক। চলমান করোনা মহামারী থেকে গার্মেন্ট শিল্প রক্ষায় সরকার ইতিমধ্যে এর সঙ্গে যুক্ত ৪০ লাখ শ্রমিককে টিকার আওতায় আনার ঘোষণা দিয়েছে। এ ঘোষণার পর গার্মেন্ট মালিকদের সংগঠনগুলো থেকে দাবি উঠেছে টিকাগুলো যেন তাদের কাছে দিয়ে দেওয়া হয়। সরকারের ঘোষণা ও গার্মেন্ট মালিকদের দাবির পরও নারায়ণগঞ্জের ৮ লাখ গার্মেন্ট শ্রমিকের টিকা পাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। কবে, কীভাবে এ টিকা নারায়ণগঞ্জের গার্মেন্ট শ্রমিকরা পাবেন তা এখনো নিশ্চিত করতে পারেনি কোনো পক্ষই। জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ ও গার্মেন্ট মালিকদের সংগঠন বিকেএমইএর সহসভাপতি মোহাম্মদ হাতেমের সঙ্গে কথা বলে এমন চিত্রই উঠে এসেছে। জানতে চাইলে বিকেএমইএর সহসভাপতি মোহাম্মদ হাতেম বলেন, নারায়ণগঞ্জে বিকেএমইএ, বিজিএমইএর সদস্যভুক্ত, এর বাইরেসহ ৭০০-এর মতো ছোট বড় গার্মেন্ট রয়েছে। এর মধ্যে কাজ আছে অর্থাৎ রানিং গার্মেন্ট ৪০০ থেকে ৪৫০টি। যেসব ছোট গার্মেন্ট সাব কন্ট্রাক্টে কাজ করে তাদের শ্রমিকদেরও টিকার আওতায় আনতে হবে। টিকার বিষয়ে তিনি বলেন, ‘সরকারের সঙ্গে আমাদের যখন কথা হয়েছে তখন আমাদের দাবি ছিল টিকাগুলো যেন আমাদের কাছে দেওয়া হয়। আমরা গার্মেন্টগুলোয় শ্রমিক অনুযায়ী টিকা দিয়ে দেব। সেমতো জেলা প্রশাসক আমাদের কাছে শ্রমিকদের তালিকা চেয়েছেন। আমরা তালিকা করছি। তবে গার্মেন্ট শ্রমিকদের টিকা প্রদানের তারিখ এখনো নির্ধারণ হয়নি।’ বিকেএমইএর মাধ্যমে কীভাবে টিকা দেওয়া হবে এবং টিকা সংরক্ষণে সংগঠনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে হাতেম বলেন, ‘যখন শ্রমিকদের টিকা দেওয়ার বিষয়টি সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে তখন টিকা প্রদানের জন্য বিকেএমইএর পক্ষ থেকে ১০ জন চিকিৎসক ও ১০ জন নার্স নিয়োগ দেওয়া হবে। তাদের সিভিল সার্জনের কার্যালয়ের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হবে। জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, ‘গার্মেন্ট শ্রমিকদের টিকা দেওয়ার বিষয়ে এখনো সরকার থেকে আনুষ্ঠানিক কিছু জানানো হয়নি। আমরা সরকারকে বিষয়টি অবহিত করেছি। সরকার বিবেচনা করছে।’ নারায়ণগঞ্জে কটি গার্মেন্টে হেলথকেয়ার সেন্টার রয়েছে জানতে চাইলে বিকেএমইএর সহসভাপতি মোহাম্মদ হাতেম বলেন, এ ধরনের সুবিধা রয়েছে ১০০-এর মতো গার্মেন্টে। কিন্তু সরকারের পক্ষ থেকে শ্রমিকদের টিকাদানের বিষয়টি নিশ্চিত না হওয়ায় জেলা প্রশাসক এখনই ডাক্তার ও নার্স নিয়োগ দিতে নিষেধ করেছেন।

নারায়ণগঞ্জের সিভিল সার্জন মো. ইমতিয়াজ বলেন, ‘পোশাকশ্রমিকদের টিকাদানের বিষয়ে সরকার থেকে এখনো আমরা অফিশিয়াল নির্দেশনা পাইনি। পেলে জানিয়ে দেব।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর