শুক্রবার, ৬ আগস্ট, ২০২১ ০০:০০ টা

বড় উত্থানে শেয়ারবাজার

লেনদেন আড়াই হাজার কোটি টাকার ওপরে

নিজস্ব প্রতিবেদক

বিধিনিষেধের মধ্যেও শেয়ারবাজার চাঙা। সপ্তাহের শেষ দিনে গতকাল বড় উত্থান হয়েছে শেয়ারবাজারে। এক দিনে আড়াই হাজার কোটি টাকার ওপরে লেনদেন হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। এই সপ্তাহে তিন দিনের লেনদেনে তিন দিনই উত্থান হয়েছে সূচকের। তিন দিনে সূচক বেড়েছে ১৭১ পয়েন্ট। দিনের লেনদেন শেষে ডিএসইর সূচক ডিএসইএক্স ৬০ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৫৯৬ পয়েন্টে উঠেছে। শুধু মূল্যসূচক নয়, ডিএসইর বাজার মূলধনও ইতিহাসের সর্বোচ্চ অবস্থানে রয়েছে। গতকাল লেনদেন শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৫ লাখ ৪৪ হাজার ৩২৬ কোটি টাকায়। বাজারটিতে দিনভর লেনদেন হয়েছে ২ হাজার ৫১১ কোটি ৬৬ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ২ হাজার ৩১৪ কোটি ৪৯ লাখ টাকা। সে হিসাবে লেনদেন বেড়েছে ১৯৭ কোটি ১৭ লাখ টাকা। বড় অঙ্কের এ লেনদেনের দিনে টাকার পরিমাণে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো লিমিটেডের শেয়ার। কোম্পানিটির ১২৮ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দিন শেষে প্রতিষ্ঠানটির শেয়ার দর ২ টাকা ৭০ পয়সা বেড়ে ৯৬ টাকা ৯০ পয়সা হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ওরিয়ন ফার্মার ৭৫ কোটি ১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৬১ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে জিপিএইচ ইস্পাত। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ১৭৪ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ৮১ কোটি ১৪ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ৩২৫টি প্রতিষ্ঠানের মধ্যে ২০৬টির দাম বেড়েছে। দাম কমেছে ৯৫টির এবং ২৪টির দাম অপরিবর্তিত রয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর