শুক্রবার, ৬ আগস্ট, ২০২১ ০০:০০ টা

জর্জিয়া স্টেটের সিনেটর শেখ রহমান পেলেন লিডার অ্যাওয়ার্ড

নিজস্ব প্রতিবেদক

জর্জিয়া স্টেটের সিনেটর শেখ রহমান পেলেন লিডার অ্যাওয়ার্ড

জর্জিয়া স্টেটের সিনেটর বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানকে ‘রাইজিং এনভায়রনমেন্টাল লিডার অ্যাওয়ার্ড’ দিয়েছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ককাস অব এনভায়রনমেন্টাল লেজিসলেটরস (এনসিইএল)।  নেভাদা স্টেট অ্যাসেম্বলি সদস্য হাওয়ার্ড ওয়াটস, মিনেসোটা স্টেট প্রতিনিধি কাওলি হার ও মেরিল্যান্ড স্টেট প্রতিনিধি সারা লাভকেও এই অ্যাওয়ার্ড প্রদান করে সংস্থাটি। পুরস্কারের বিষয়টি এনসিইএল-এর অষ্টম বার্ষিক জাতীয় ফোরামে উপস্থাপন করা হয়, যা ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে গত ২৯-৩০ জুলাই অনুষ্ঠিত হয়। ফোরামে যুক্তরাষ্ট্রের ৩৯টি স্টেটের ১৯০ জনেরও বেশি অংশগ্রহণকারী ছিলেন। পুরস্কার পাওয়ার পর জর্জিয়া স্টেট সিনেটর শেখ রহমান বলেন, ন্যাশনাল ককাস অব এনভায়রনমেন্টাল লেজিসলেটরস (এনসিইএল)-এর কাছ থেকে ‘রাইজিং এনভায়রনমেন্টাল লিডার অ্যাওয়ার্ড’ পেয়ে আমি গর্বিত ও সম্মানিত। আমি ধন্যবাদ জানাই এনসিইএলের সঙ্গে জড়িত সব সদস্যকে। আমি জর্জিয়ার ভবিষ্যৎ প্রজন্মকে আরও সুন্দর জর্জিয়া দেওয়ার জন্য কঠোর পরিশ্রম করে যাব।

সর্বশেষ খবর