শুক্রবার, ৬ আগস্ট, ২০২১ ০০:০০ টা

সোয়া ২ কোটি টাকা ভ্যাট দিল গুগল

নিজস্ব প্রতিবেদক

প্রথমবারের মতো মূল্য সংযোজন কর-ভ্যাট দিতে প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল ২ কোটি ২৯ লাখ টাকা ব্যাংকে জমা করেছে। গতকাল জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআরের কাছে ভ্যাট রিটার্ন সংশ্লিষ্ট আনুষঙ্গিক কাগজপত্র জমা দিয়েছে। কাগজপত্র জমা দেওয়ার পর ব্যাংক বন্ধ হয়ে যাওয়ায় এই অর্থ সরকারি কোষাগারে জমা করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট। জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের পর গুগল দ্বিতীয় অনিবাসী প্রতিষ্ঠান হিসেবে ভ্যাট দিচ্ছে। এর বাইরে বাংলাদেশে ব্যবসারত কিন্তু নিজস্ব কার্যালয় নেই এমন প্রতিষ্ঠান হিসেবে মাইক্রোসফট ভ্যাট নিবন্ধন নিয়েছে। এসব প্রতিষ্ঠান ঢাকা দক্ষিণ কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের আওতায় নিবন্ধিত। কমিশনারেটের অতিরিক্ত কমিশনার প্রমীলা সরকার সাংবাদিকদের বলেন, পরবর্তী ব্যাংক খোলার দিন গুগলের মে ও জুন মাসের আয়ের ওপর ভ্যাট হিসেবে দেওয়া এই অর্থ এনবিআরে জমা নেওয়া হবে।

সর্বশেষ খবর