রবিবার, ২২ আগস্ট, ২০২১ ০০:০০ টা

গ্রেনেড হামলায় হতাহতদের স্মরণে কর্মসূচি পালন

প্রতিদিন ডেস্ক

গ্রেনেড হামলায় হতাহতদের স্মরণে কর্মসূচি পালন

২১ আগস্ট গ্রেনেড হামলার ১৭তম বার্ষিকীতে গতকাল রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে নিহতদের স্মরণে নির্মিত বেদিতে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ নেতৃবৃন্দ -বাংলাদেশ প্রতিদিন

২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার সন্ত্রাসবিরোধী সমাবেশে গ্রেনেড হামলা চালিয়ে ২৪ জনকে হত্যা এবং আরও অগণিত মানুষকে আহত করার ১৭তম বার্ষিকীতে গতকাল দেশের বিভিন্ন স্থানে শহীদ ও আহতদের গভীর শ্রদ্ধা এবং হামলাকারীদের ঘৃণা জানাতে নানা কর্মসূচি পালন করা হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-

রংপুর : এ দিন রংপুর জেলা আওয়ামী লীগের কর্মসূচির মধ্যে ছিল দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, আলোচনা সভা ও দোয়া মাহফিল। বাদ জোহর রংপুর জেলা মডেল মসজিদে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন রংপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহার হোসেন মন্ডল মওলাসহ সংগঠনের অন্যান্য নেতা-কর্মীরা।

লক্ষ্মীপুর : শেখ হাসিনাকে হত্যার চেষ্টায় গ্রেনেড হামলার প্রতিবাদে কর্মী সমাবেশ করেছে লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগ। এ দিন দুপুরে জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে এ সমাবেশ করা হয়। দলটির জেলা সভাপতি গোলাম ফারুক পিঙ্কুর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম আলাউদ্দিন, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আবুল বাশার, আবদুুল মতলব, অ্যাডভোকেট জহির উদ্দিন বাবর প্রমুখ।

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) : রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে স্থানীয় নাওড়াস্থ চেয়ারম্যানের অস্থায়ী কার্যালয়ে সীমিত পরিসরে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংধনু গ্রুপ ও কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ রফিকুল ইসলাম। অনুষ্ঠানে ২১ আগস্টের সব শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। গাইবান্ধা : এ দিন গাইবান্ধা সদর উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ ও গাইবান্ধা সদর আসনের সংসদ সদস্য মাহাবুব আরা বেগম গিনি। সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম রেজার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিনুরজামান রিংকুর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, সহ-সভাপতি ফরহাদ আবদুল্লাহ হারুন বাবলু, পৌর মেয়র মো. মতলুবর রহমান, সাংগঠনিক সম্পাদক পিয়ারুল ইসলাম, মৃদুল মোস্তাফিজ ঝন্টু প্রমুখ। মানিকগঞ্জ : শেখ হাসিনার ওপর গ্রেনেড হামলা ও আইভি রহমানসহ সব হত্যাকারীর ফাঁসির রায় কার্যকরের দাবিতে মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল  ও সমাবেশ করা হয়েছে। সকালে  জেলা আওয়ামী লীগের আয়োজনে  জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।  নড়াইল : দিনটি স্মরণে দুপুর ১টায় নড়াইল পৌরসভায় আলোচনা সভা, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পরে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান জিন্নাহ, নড়াইল পৌরসভার সচিব ওহাবুল ইসলাম প্রমুখ। দিনাজপুর :  গ্রেনেড হামলাকারীদের ফাঁসির দাবিতে দিনাজপুর জেলা ছাত্রলীগের আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। হাবিপ্রবিতে গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে নানা কর্মসূচি পালন করা হয়। শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে স্বেচ্ছায় রক্তদান করা হয়। এ ছাড়া দিনাজপুর শহর ও সদর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কুড়িগ্রাম : কুড়িগ্রামে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সহ-সভাপতি চাষি এম এ করিমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সদর উপজেলার চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জুু, অ্যাডভোকেট এস এম আব্রাহাম লিংকন, শেখ বাবুল, যুগ্ম সম্পাদক ওবাইদুর রহমান প্রমুখ।রাবি : গ্রেনেড হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবন চত্বরে এই মানববন্ধন করা হয়। শ্রীপুর (গাজীপুর) : শ্রীপুরে গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ১১টায় শ্রীপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে শ্রীপুর পৌর আওয়ামী লীগের উদ্যোগে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাগুরা : বর্বরোচিত গ্রেনেড হামলার প্রতিবাদে বাংলাদেশ ছাত্রলীগ মাগুরা জেলা শাখা মানববন্ধন, সন্ত্রাসবিরোধী মিছিল-সমাবেশ করেছে। সকাল ১০টায় সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সামনে এ  মানববন্ধন ও সন্ত্রাসবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়।  নরসিংদী : নিহত ও আহতদের স্মরণে দোয়া, মিলাদ ও গণভোজের আয়োজন করে নরসিংদী জেলা, সদর ও শহর তাঁতী লীগ। দুপুরে নরসিংদীর শেরেবাংলা ক্লাবে এ কর্মসূচি পালন করা হয়। নাটোর : নাটোরে আওয়ামী লীগ ও বঙ্গবন্ধু সৈনিক লীগের উদ্যোগে আলোচনা সভা, স্বেচ্ছায় রক্তদান ও বৃক্ষরোপণ করা হয়েছে। এ কর্মসূচির উদ্বোধন করেন নাটোর সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল। পটুয়াখালী : গ্রেনেড হামলার প্রতিবাদ এবং খুনিদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে পটুয়াখালী জেলা ছাত্রলীগ।

 

সকাল ১০টায় পটুয়াখালী প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

শেরপুর : গ্রেনেড হামলায় আইভি রহমানসহ ২৪ জনকে হত্যার প্রতিবাদে শেরপুরে প্রতিবাদী মানববন্ধন করেছে জেলা আওয়ামী লীগ। দুপুরে থানার মোড় ও নিউমার্কেট এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

গাজীপুর : গাজীপুর মহানগর আওয়ামী লীগের উদ্যোগে এ দিন আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সকালে গাজীপুর মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লা খান।

বগুড়া : বর্বরোচিত গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরণে বগুড়ার ধুনট উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিকালে ধুনট মুজিব চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ হাবিবর রহমান।

কুমিল্লা : কুমিল্লায় এ দিন বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিকালে নগরীর মডার্ন কমিউনিটি সেন্টারে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য আনজুম সুলতানা সীমার আয়োজনে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অপর দিকে হত্যাকারীদের ফাঁসির রায় দ্রুত কার্যকর করার দাবিতে বিকালে নগরীর কান্দিরপাড়ে টাউন হল গেটে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক এবং ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি নুর উর রহমান মাহমুদ তানিমের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। 

সাতক্ষীরা : সাতক্ষীরায় জেলা আওয়ামী লীগ, মহিলালীগ ও যুবলীগ পৃথক অনুষ্ঠান করেছে। বিকালে সদর উপজেলা অডিটোরিয়ামে জেলা আওয়ামী লীগের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ কে এম ফজলুল হক। প্রধান অতিথি ছিলেন সদর এমপি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। একই সময়ে সাতক্ষীরা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করে জেলা যুবলীগ। এ ছাড়া বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে বেলা সাড়ে ১১টায় জেলা মহিলা আওয়ামী লীগ আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট ফরিদা আক্তার বানু।

সিলেট : গ্রেনেড হামলার প্রতিবাদে সিলেটে জেলা আওয়ামী লীগের উদ্যোগে প্রতিবাদ সভা ও মহানগর শ্রমিকলীগের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। দুপুরে সন্ত্রাসবিরোধী মানববন্ধন করে সিলেট মহানগর শ্রমিকলীগ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর