মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১ ০০:০০ টা

শিক্ষার্থীদের সম্পদে পরিণত করতে কাজ হচ্ছে

নিজস্ব প্রতিবেদক

শিক্ষার্থীদের সম্পদে পরিণত করতে কাজ হচ্ছে

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, মানবসম্পদ গড়ে তোলার চেয়ে কিছুই গুরুত্বপূর্ণ নয়। শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদে পরিণত করতে কাজ করে যাচ্ছে সরকার। ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) আয়োজিত ‘সিএ শিক্ষার্থী ও আইসিএবির সদস্যদের প্লেসমেন্ট অটোমেশনের’ উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে আইসিএবি প্রেসিডেন্ট মাহমুদউল হাসান খসরু এফসিএ স্বাগত বক্তব্য প্রদান করেন এবং সাবেক প্রেসিডেন্ট কামরুল আবেদিন  অনুষ্ঠান পরিচালনা করেন।

আইসিএবির ভাইস প্রেসিডেন্ট মারিয়া হাওলাদার এফসিএ ‘সিএ স্টুডেন্টস অ্যান্ড মেম্বার্স প্লেসমেন্ট অটোমেশন’ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন।

দীপু মনি বক্তব্যে আরও বলেন, আমরা চতুর্থ শিল্প বিপ্লবের ডিজিটাল যুগে বাস করছি। এই শিল্প বিপ্লবের সুবিধা নিতে হবে। কারণ এটি দেশীয় এবং আন্তর্জাতিক চাকরির বাজারে উল্লেখযোগ্য প্রভাব ফেলছে। সরকার চাকরির সহজ সুযোগ তৈরি করছে, মানসম্মত শিক্ষার জন্য পাঠ্যক্রম হালনাগাদ করছে এবং প্রশিক্ষকদের উন্নতি করছে। তিনি বলেন, আমরা দক্ষ পরামর্শদাতা প্রতিষ্ঠান, জাতীয় প্রযুক্তিগত এবং বৃত্তিমূলক যোগ্যতা কাঠামো তৈরির জন্যও কাজ করছি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর