রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

অটোরিকশা চুরির জন্যই নৈশপ্রহরীকে হত্যা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী মহানগরীর নওদাপাড়া এলাকায় একটি অটোরিকশার গ্যারেজে গত রবিবার গভীর রাতে হাত-পা বেঁধে শ্বাসরোধ করে নৈশপ্রহরী আনিসুর রহমানকে (৭০) খুন করা হয়। এরপর হত্যাকারীরা ওই গ্যারেজ থেকে একটি অটোরিকশা চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় আনিসুর রহমানের ছেলে আশরাফুল ইসলাম কিরন বাদী হয়ে মহানগরীর শাহ মখদুম থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা দায়ের করেন। এই মামলার তদন্ত করে হত্যাকান্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। তদন্তে উঠে এসেছে, অটোরিকশা চুরির জন্যই নৈশপ্রহরী আনিসুর রহমানকে হত্যা করা হয়। এই হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ চারজনকে গ্রেফতার করেছে। জিজ্ঞাসাবাদের পর তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন। গ্রেফতার আসামিরা হলেন- মাহাফুজ মোল্লা (৪৯), আকিজার মোল্লা (৩৩), আবুল হোসেন (৫০) ও রুমন আলী (২৪)। মাহাফুজ ও আকিজারকে নড়াইল থেকে গ্রেফতার করা হয়েছে। সম্পর্কে তারা সৎভাই। মাহাফুজ দীর্ঘদিন ধরে রাজশাহীতে থাকেন। চুরি, ছিনতাই, ডাকাতি তার পেশা। পুলিশ জানায়, মামলা রুজুর পরপরই তদন্ত কর্মকর্তা শাহ মখদুম থানার উপ-পরিদর্শক (এসআই) আবু হারেছ এই ‘ক্লু- লেস’ মামলার রহস্য উদঘাটন, আসামি শনাক্তের পর গ্রেফতার ও চুরি যাওয়া অটোরিকশা উদ্ধারে অভিযান শুরু করেন। পরবর্তীতে আসামি মাহাফুজকে নড়াইল থেকে গ্রেফতার করা হয়। মাহাফুজের দেওয়া তথ্য মতে আকিজার মোল্লা, রুমন আলী ও আবুল হোসেনকে গ্রেফতার করে পুলিশ। পরে আকিজার মোল্লার কাছ থেকে চুরি যাওয়া অটোরিকশা উদ্ধার করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর