বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

শিক্ষাপ্রতিষ্ঠানে ডিএনসিসির পরিচ্ছন্নতা অভিযান

নিজস্ব প্রতিবেদক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, ‘শিক্ষার জন্য সুস্থ পরিবেশ নিশ্চিত করতে ডিএনসিসি এলাকার ৪৪৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে তিন দিনব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হচ্ছে। যেসব প্রতিষ্ঠানে টিকা কার্যক্রম চলছে সেগুলো ১১ সেপ্টেম্বর পরিষ্কার করা হবে।’ গতকাল রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজে এ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ডিএনসিসি মেয়র এ কথা বলেন। তিনি বলেন, এই সময়ের মধ্যেই সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রত্যেকটা শ্রেণিকক্ষে ফগিং ও স্প্রে করা, খেলার মাঠ ও ছাদসহ প্রতিষ্ঠানগুলোর চারপাশ পরিষ্কার করা হচ্ছে। এ ছাড়াও টয়লেট কিংবা অন্য কোথাও পানি জমে থাকলে সেখানে লার্ভিসাইডিং করা হবে। ‘সবার ঢাকা’ মোবাইল অ্যাপস অথবা ০৯৬০২২২২৩৩৩ ও ০৯৬০২২২২৩৩৪ নম্বর হটলাইন কিংবা আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠান সম্পর্কে জানানো হলে পরিষ্কার, ফগিং ও লার্ভিসাইডিংয়ের ব্যবস্থা করা হবে। এ সময় ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো সেলিম রেজাসহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর