শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

পুরনো ৫০টি গাছ কাটছে রুয়েট

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) কর্তৃপক্ষ প্রায় ৫০টি গাছ কাটার সিদ্ধান্ত নিয়েছেন। যার বেশির ভাগ অর্ধশতাব্দীর বেশি পুরনো। ইতিমধ্যে ১৫টি গাছ কাটা হয়েছে। তবে বন বিভাগ এ বিষয়ে কিছুই জানে না। রুয়েট কর্তৃপক্ষের দাবি, নতুন প্রশাসনিক ও একাডেমিক ভবন নির্মাণের জায়গা তৈরির জন্য এসব গাছ বিক্রি করা হয়েছে। রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা আহমেদ নিয়ামুর রহমান বলেন, ‘সরকারি গাছ কাটার জন্য কর্তৃপক্ষের বাধ্যতামূলকভাবে অনুমোদন নেওয়া উচিত এবং বন বিভাগের উচিত গাছের দাম মূল্যায়ন করা।’ তিনি দাবি করেন, রুয়েট কর্তৃপক্ষ গাছ কাটার বিষয়ে বন বিভাগকেও অবহিত করেননি। রুয়েটের রেজিস্ট্রার অধ্যাপক সেলিম হোসেন বলেন, ‘আশির দশক থেকে ক্যাম্পাসে কোনো উন্নয়ন কর্মকাণ্ড হয়নি। সম্প্রতি সরকার ৬০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে। যার আওতায় আছে ১০টি ১০ তলা ভবন নির্মাণ, এজন্য মোট ৫০টি গাছ কাটা হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর