রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা
রূপপুর প্রকল্প

রেডিয়েশন মনিটরিংয়ে ব্যবহৃত হবে স্পেকট্রোমিটার

নিজস্ব প্রতিবেদক

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে প্রোডাকশন লাইন ও গবেষণাগারের নিরাপত্তাসহ জনগণের শরীরে রেডিয়েশন ডোজ নিয়ন্ত্রণের লক্ষ্যে নিয়মিত এবং স্বয়ংক্রিয়ভাবে তেজস্ক্রিয় রেডিয়েশনের মাত্রা পরিমাপ করা হবে। এ লক্ষ্যে প্রকল্পের উভয় ইউনিটের স্বয়ংক্রিয় রেডিয়েশন মনিটরিং ব্যবস্থায় (ARMS) ব্যবহৃত হবে বিশেষ ধরনের স্পেকট্রোমিটার। রাশিয়ার রুসাটম অটোমেটেড কন্ট্রোল সিস্টেমস (RASU)-এর অধীনস্ত প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ফিজিক্যাল অ্যান্ড টেকনিক্যাল প্রবলেমস (IPTP) রূপপুর প্রকল্পের জন্য ১৬ সেট স্পেকট্রোমিটার তৈরি ও সরবরাহ করবে। সম্প্রতি প্রতিষ্ঠানটির সঙ্গে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেছে RASU-র অন্য একটি সংস্থা স্পেশালাইজড সাইন্টিফিক রিসার্চ ইনস্টিটিউট ফর ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং (SNIIP)। চলতি বছরের শেষ নাগাদ IPTP স্পেকট্রোমিটারগুলো SNIIP-কে হস্তান্তর করবে। SNIIP এগুলো স্বয়ংক্রিয় রেডিয়েশন মনিটরিং ব্যবস্থায় (ARMS) সংযোজিত করে ২০২৩ সালের তৃতীয় প্রান্তিকে বাংলাদেশে পাঠাবে।

উল্লেখ্য, পারমাণবিক শক্তি শিল্প, যন্ত্র প্রকৌশল, মাইনিং, স্বাস্থ্যসেবা এবং গবেষণাগারে রেডিয়েশন মনিটরিংয়ের জন্য বিশ্বে স্পেকট্রোমিটার বহুলভাবে ব্যবহৃত হচ্ছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর