রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

খুলনায় ৩৫০০ টাকার জন্য যুবক খুন, আদালতে স্বীকারোক্তি

হত্যার ক্লু উদঘাটন করেছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনার বটিয়াঘাটায় ইজিবাইক চালক আইয়ুব আলী মোল্লা হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। পাওনা মাত্র ৩ হাজার ৫০০ টাকা আদায়ের জন্য ওই যুবককে হাতুড়ির আঘাতে হত্যা করা হয়। হত্যার পর নিহতের ইজিবাইকটি ভেঙে বিক্রি করে পাওনা টাকা আদায় করা হয়। এদিকে গতকাল খুলনার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এ মামলার একমাত্র আসামি আলাউদ্দিন চৌধুরী রানা হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়। তদন্ত কর্মকর্তা ও বটিয়াঘাটা থানা পুলিশের উপ-পরিদর্শক আবু জাফর এ তথ্য নিশ্চিত করেছেন। আসামিকে কারাগারে প্রেরণ করা হয়েছে। গত ২৩ সেপ্টেম্বর রাতে বটিয়াঘাটার ছয়ঘড়িয়া খালপাড় মসজিদ সংলগ্ন এলাকায় তাকে হত্যা করা হয়। পুলিশ জানায়, নিহত আইয়ুব আলীর কাছে ৩ হাজার ৫০০ টাকা পেত হত্যাকারী আলাউদ্দিন। টাকা দিতে বিলম্ব হওয়ায় তাকে হত্যার পরিকল্পনা করা হয়। ২৩ সেপ্টেম্বর বিকাল ৩ টার দিকে আইয়ুবকে মোবাইলে ফোন করে বটিয়াঘাটা মল্লিকের মোড়ে ডেকে নেয় আলাউদ্দিন। তারপর এক সঙ্গে খাওয়া দাওয়ার পর রাত পৌনে ১১টার দিকে ছয়ঘড়িয়া খালপাড় মসজিদ সংলগ্ন এলাকায় নিয়ে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে আইয়ুবকে হত্যা করা হয়।

পরে নিহতের ইজিবাইক মল্লিকের মোড়ে এনে ভেঙে তা’ বিক্রি করা হয়। হত্যার ঘটনায় আলাউদ্দিনের নাম উল্লেখ করে ২৪ সেপ্টেম্বর বটিয়াঘাটা থানায় মামলা হয়। ওই দিনই তাকে ছয়ঘড়িয়ায় বোনের বাসা থেকে গ্রেফতার করা হয়। হত্যাকান্ডে ব্যবহৃত হাতুড়ি উদ্ধার করেছে পুলিশ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর