শিরোনাম
রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

বঙ্গবন্ধুকন্যাই দেশের মানুষের একমাত্র বাতিঘর : নাছিম

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বে উন্নত বাঙালি জাতি হিসেবে আমাদের যে গর্ব রয়েছে তা একমাত্র বঙ্গবন্ধুকন্যার অক্লান্ত পরিশ্রমের জন্যই সম্ভব হয়েছে। জাতিসংঘের অধিবেশনে সবচেয়ে বেশি ১৭ বার বক্তব্য রেখে আবারও প্রমাণ করলেন তিনিই দেশের মানুষের একমাত্র বাতিঘর। গতকাল হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ কামরুল হাসান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ইয়াহিয়া চৌধুরী। বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আবু জাহির এমপি, সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী প্রমুখ।

বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী এমপি, জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট আবদুল মজিদ খান এমপি, অ্যাডভোকেট আলমগীর চৌধুরী, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মোবাশ্বের চৌধুরী, সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ আ ফ ম মাহবুবুল হাসান প্রমুখ।

২৩ বঙ্গবন্ধু এভিনিউ প্রান্তে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, সহসভাপতি ম রাজ্জাক, কাজী মোয়াজ্জেম, সাংগঠনিক সম্পাদক নাফিউল করিম নাফা, আবদুল্লাহ আল সায়েম, স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি কামরুল হাসান রিপন, সাধারণ সম্পাদক তারিক সাঈদ প্রমুখ।

আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে বক্তব্য রাখার মধ্যদিয়ে এ পর্যন্ত তিনি ১৭ বার বক্তব্য দিয়েছেন। একজন প্রধানমন্ত্রী হিসেবে ইতিহাসে তা সর্বোচ্চ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর