চলমান করোনা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে, কমে আসছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। এরই ধারাবাহিকতায় কয়েক দিন চট্টগ্রামে প্রাণহানির ঘটনা ঘটলেও গত ২৪ ঘণ্টায় কোনো মৃত্যু হয়নি। তাছাড়া ১.১৫ শতাংশ হারে নতুন করে ২১ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে নগরীতে ১২ জন এবং উপজেলা পর্যায়ে ৯ জন রয়েছেন। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সিভিল সার্জন, হাসপাতালগুলোসহ চট্টগ্রামের দায়িত্বশীল চিকিৎসকরা কঠোর মনিটরিংয়ে রয়েছেন বলে সিভিল সার্জন দফতরের দায়িত্বশীলরা নিশ্চিত করেছেন। গতকাল চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, চট্টগ্রামের ১২টি ল্যাবসহ কয়েকটি ল্যাবে পরীক্ষায় করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ২১ জন। তাছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম মেডিকেল কলেজ, অ্যান্টিজেন টেস্ট এবং জেনারেল হাসপাতালে আরটিএলে নমুনা পরীক্ষা করা হয়নি। উপজেলা পর্যায়ে শনাক্ত ৯ জনের মধ্যে হাটহাজারীতে ৪ জন ও সীতাকুন্ডে ২ জন, লোহাগাড়া, সাতকানিয়া, বোয়ালখালীতে ১ জন করে করোনায় আক্রান্ত হয়েছেন। এ দিন বাঁশখালী, আনোয়ারা, চন্দনাইশ, পটিয়া, রাঙ্গুনিয়া, রাউজান, ফটিকছড়ি, মিরসরাই ও সন্দ্বীপে নতুন করে কেউ করোনায় আক্রান্ত হননি। চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল এক্সিকিউটিভ কমিটির (ইসি) সেক্রেটারি অধ্যাপক ডা. মুসলিম উদ্দিন সবুজ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে করোনায় মৃত্যুর পাশাপাশি আক্রান্তও কমছে। চট্টগ্রাম নগরীসহ জেলার প্রতিটি এলাকায় করোনা সতর্কতায় আছেন সবাই। তিনি বলেন, সরকারের নির্দেশনায় সব প্রকার স্বাস্থ্যবিধি মেনে চলাসহ বিভিন্ন তৎপরতাও চলছে। হাসপাতালগুলোও চিকিৎসাসেবায় কোনো ধরনের গাফিলতি দেখাচ্ছে না। নিয়ম-স্বাস্থ্যবিধি মেনে চললে আক্রান্তও কমে আসবে বলে জানান তিনি।
শিরোনাম
- শরীরে ‘ইসলামিক’ ট্যাটু করা কি জায়েজ
- খেলাধুলার মানোন্নয়নে ক্রীড়া সাংবাদিকতার ভূমিকা
- পর্যটনের স্বপ্ন ফাইলেই বন্দি
- স্বস্তির জয়ে ক্লাব বিশ্বকাপের শেষ আটের মঞ্চে রিয়াল
- উড্ডয়নের ৭ মিনিট পরই বিধ্বস্ত বিমান, নিহত ৬
- ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা
- ভরপেট খেলেও মোটা হবেন না, জানুন কোন খাবারগুলো নিরাপদ
- দাম কমলো ব্রডব্যান্ড ইন্টারনেটের, আজ থেকেই কার্যকর নতুন প্যাকেজ
- টিএসসিতে রিকশার ভেতরেই মিলল চালকের মরদেহ
- চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার জাকির হোসেন বরখাস্ত
- ১৯৭৩ সালের পর ডলারের সবচেয়ে বড় পতন: সংকটে যুক্তরাষ্ট্র
- প্রেমে ব্যর্থ হলে বাথরুম পরিষ্কার করেন যে অভিনেতা
- কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে জাতীয় রাজস্ব বোর্ডের নতুন নির্দেশনা
- ব্যাংক একীভূতকরণ প্রক্রিয়া শুরু
- মুস্তাফিজকে নিয়ে আলাদা পরিকল্পনা সাজাচ্ছে শ্রীলঙ্কা
- ইনসাফভিত্তিক মানবিক দেশ প্রতিষ্ঠার এখনই সময়: তারেক রহমান
- রেকর্ড রেমিট্যান্স প্রবাহে রিজার্ভ বেড়ে ৩১.৬৮ বিলিয়ন ডলার
- জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব পেল পাকিস্তান
- কনটেইনার হ্যান্ডলিংয়ে ৪৮ বছরের রেকর্ড ভাঙল চট্টগ্রাম বন্দর
- সিলেটে পাথর শ্রমিকদের বিক্ষোভে গাড়ি ভাঙচুর
করোনায় শূন্যমৃত্যু চট্টগ্রামে
গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ২১ জন
সাইদুল ইসলাম, চট্টগ্রাম
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর