শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা
ফিরে দেখা ২০২১ রংপুর

আখ চাষিদের চোখে অন্ধকার খুশিতে ভাসিয়েছেন আকবর

নজরুল মৃধা, রংপুর

দেখতে দেখতে করোনাকে সঙ্গে করে একটি বছর পার হয়ে যাচ্ছে। বছরের প্রথমে করোনাভাইরাসের  টিকা গ্রহণ নিয়ে সংশয় পরে টিকা নিতে আগ্রহ বৃদ্ধিসহ নানা ঘটনায় পার করেছে রংপুরের মানুষ। বছরের প্রথমভাগে রংপুরে মাদকাসক্তি নিরাময় পুনর্বাসন কেন্দ্রের নামে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে রোগীকে অমানবিক নির্যাতনের অভিযোগ ওঠে। এ সময় প্রশাসন চিকিৎসাধীন ২৯ রোগীকে উদ্ধার করেন। ফেব্রুয়ারির প্রথমে মিঠাপুকুরে ডাকাতরা বাসযাত্রীদের কাছ থেকে ১০ লাখ টাকা ছিনিয়ে নেন। ডাকাতদের ছুরিকাঘাতে ৫ যাত্রী আহত হন। শ্যামপুর চিনিকলে আখ মাড়াই বন্ধ করে দেওয়া হলে হাজার হাজার আখ চাষি চোখে মুখে অন্ধকার দেখেন। বছরের ৭ ফেব্রুয়ারি রংপুর করোনার টিকা প্রয়োগ শুরু হয়। প্রথম দিকে টিকাতে জনগণের খুব একটা আগ্রহ না থাকলে কিছুদিন পরে ব্যাপকভাবে আগ্রহ বাড়ে টিকা নেওয়ার জন্য। করোনা কষ্টের মাঝে রংপুরবাসী আনন্দে কেটেছে যুব বিশ্ব ক্রিকেটে ভারতকে হারিয়ে বিশ্বকাপ এসেছে রংপুরের আকবর আলীর হাত ধরে। ১৩ ফেব্রুয়ারি আকবর আলী রংপুরে এলে তাকে সংবর্ধনা দেওয়া হয়। ওই অনুষ্ঠানে হাজার হাজার মানুষ অংশ গ্রহণ করেন। মার্চে আওয়ামী লীগ অফিসের সামনে ভয়াবহ এক অগ্নিকান্ড নগরবাসীকে আতঙ্কিত করে তোলে। এ ছাড়া ওই মাসে পীরগঞ্জ থেকে রাজশাহীতে বেড়াতে গিয়ে মাইক্রোবাস দুর্ঘটনায় ১৬ জন যাত্রী প্রাণ হারান।  জুন ৯ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য পদ থেকে বিদায় নেন বিতর্কিত নাজমুল আহসান কালিমউল্লাহ। নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওযা হয় ট্রেজারার ড. হাসিবুর রশীদকে। ২৫ সেপ্টেম্বর কাউনিয়া উপজেলার হারাগাছের সাহেবগঞ্জে মধ্যরাতের মাদক ব্যবসায়ীর হাতে এএসআই পিয়ারুল ইসলাম নিহত হন। ১৭ অক্টোবর রাতে পীরগঞ্জের মাঝি পাড়ার হিন্দু পল্লীতে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করেন। এই ঘটনা সারা দেশে আলোড়ন সৃষ্টি করে। পহেলা নভেম্বর হারাগাছের বানিয়া এলাকায় পুলিশের হেফাজতে তাজুল ইসলামকে নামে একজনের মৃত্যুর ঘটনা আলোড়ন সৃষ্টি করে। বিষয়টি হাই কোর্টের নজরেও আসে। ২০ ডিসেম্বর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে (রমেক) দ্বিতীয় তলার ৭ নম্বর ওয়ার্ডে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ সময় ওই ওয়ার্ডের বেশ ক্ষয়ক্ষতি হয়। এ ছাড়া করোনাকালে বেশ কয়েকজন গুণী মানুষকে হারিয়েছে রংপুরের মানুষ। যারা আমাদের ছেড়ে চলে গেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন- অধ্যাপক মুহাম্মদ আলীম উদ্দিন, নাট্য ব্যক্তিত্ব মনোয়ার হোসেন, সাহিত্যিক একেএম শহিদুর রহমান, এমএ বাশার, সংস্কৃতি ব্যক্তিত্ব এনামুল হক বাচ্চু, কবি সাইদুর রহমান, মমিন উদ্দিন পাটোয়ারি প্রমুখ।

এ ছাড়া ১১ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বড়জা রংপুর  জেলা আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য, পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি রওশন আরা ওয়াহেদ আমাদের ছেড়ে চলে যান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর