শুক্রবার, ১ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

রংপুরে ঠিকাদার সমিতির প্রতীকী অনশনে রসিক মেয়রের একাত্মতা

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রড, সিমেন্ট, পাথর ও বিটুমিনসহ সব নির্মাণসামগ্রীর লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে গতকাল জেলা প্রশাসকের কার্যালয়ের সমানে রংপুর ঠিকাদার সমিতির প্রতীকী অনশনে একাত্মতা প্রকাশ করেছেন রংপুর সিটি করপোরেশনের মেয়র মো. মোস্তাফিজার রহমান মোস্তফা। একাত্মতা প্রকাশ করে রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তফা বলেন, নির্মাণসামগ্রীসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যে যেভাবে মূল্য লাগামহীনভাবে বৃদ্ধি পেয়েছে, এতে সবার নাভিশ্বাস উঠে গেছে। রড, সিমেন্ট, পাথর ও বিটুমিনসহ সব নির্মাণসামগ্রীর লাগামহীন মূল্যবৃদ্ধির বিষয়টি জাতীয় সংসদে উত্থাপনের জন্য জাতীয় পার্টির চেয়ারম্যানসহ কয়েকজনকে অবগত করা হয়েছে। আশা করি তারা দ্রুত সময়ের মধ্যে বিষয়টি মহান জাতীয় সংসদে উত্থাপন করবেন।

রংপুর ঠিকাদার সমিতির আহ্বায়ক মো. রফিকুল ইসলাম দুলালের সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. রইচ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতীকী অনশনে বক্তব্য রাখেন প্রবীণ ঠিকাদার আতিয়ার রহমান মুন্নু, সংগঠনের যুগ্ম আহ্বায়ক মো. শফিকুল ইসলাম মিঠু, খায়রুল কবীর রানা, আবু আহমেদ সিদ্দিক পারভেজ, আবদুর রব রাঙ্গা প্রমুখ।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর