বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

দরপতনে এবার বছরের সর্বনিম্ন লেনদেন

নিজস্ব প্রতিবেদক

কয়েকদিন ধরে দরপতন চলছে শেয়ারবাজারে। বেশিরভাগ শেয়ারের দর কমার সঙ্গে এবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বছরের সর্বনিম্ন লেনদেন হয়েছে। গতকাল ডিএসই ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবকয়টি মূল্যসূচকের পতন হয়েছে। এর মাধ্যমে তিন দিন ধরে দরপতন হয়েছে শেয়ারবাজারে। ডিএসইতে দিনশেষে লেনদেন হয়েছে ৪৯০ কোটি ৫০ লাখ টাকা। গত বছরের ১১ এপ্রিলের পর ডিএসইতে আর এতো কম লেনদেন হয়নি। গত বছরের ১১ এপ্রিল ডিএসইতে লেনদেন হয় ৪৫৬ কোটি ৫৫ লাখ টাকা। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৩১ পয়েন্ট কমে ছয় হাজার ৬৬২ পয়েন্টে নেমে গেছে। টানা তিনদিনের পতনে ডিএসইর প্রধান মূল্যসূচক কমল ১০৯ পয়েন্ট। লেনদেনে ডিএসইতে দাম বেড়েছে মাত্র ৪৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। দাম কমেছে ২৯৩টি। আর ৩৮টির দাম অপরিবর্তিত রয়েছে। ডিএসইতে টাকার অঙ্কে সব থেকে বেশি লেনদেন হয়েছে লাফার্জহোলসিম বাংলাদেশের শেয়ার। কোম্পানিটির ৪০ কোটি ৬২ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকো লিমিটেড ৪০ কোটি ৮ লাখ টাকার লেনদেন হয়েছে। ১৫ কোটি ৫২ লাখ টাকার  শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে কাট্টালী টেক্সটাইল।

 অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ৭৯ পয়েন্ট। বাজারটিতে  লেনদেন হয়েছে ২২ কোটি ৪৮ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ২৭৩টি প্রতিষ্ঠানের মধ্যে ৫৭টির দাম  বেড়েছে। দাম কমেছে ১৯৬টির এবং ২০টির দাম অপরিবর্তিত রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর