শিরোনাম
শনিবার, ২১ মে, ২০২২ ০০:০০ টা

‘বাংলার সমৃদ্ধি’র ঘটনার তদন্ত প্রতিবেদন প্রকাশের দাবি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে রকেট হামলার শিকার ‘এমভি বাংলার সমৃদ্ধি’র ঘটনায় তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশ না করায় ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশন (বিএমএমওএ)। গতকাল বিএমএমওএর কার্যালয়ে বাংলার সমৃদ্ধির নিহত মেরিন ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের পরিবারের কাছে ইন্টারন্যাশনাল ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশন (আইটিএফ) এবং বিএমএমওএর সদস্যদের সহায়তা প্রদান অনুষ্ঠানে এ দাবি করে বিএমএমওএ।  বিএমএমওএ সভাপতি ক্যাপ্টেন মো. আনাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে লিখিত বক্তব্য পাঠ করেন সাধারণ সম্পাদক মো. শাখাওয়াত হোসেন। বক্তব্যে বলা হয়, তদন্ত কমিটি ৩০ দিনের মধ্যে প্রতিবেদন প্রকাশ করার কথা থাকলেও এখনো পর্যন্ত তা প্রকাশ করা হয়নি। দ্রুত সময়ের মধ্যে তদন্ত কমিটির সুষ্ঠু ও পূর্ণাঙ্গ প্রতিবেদন দেশের সংবাদ মাধ্যমসহ সংশ্লিষ্টদের কাছে প্রকাশের দাবি জানাচ্ছি। ক্যাপ্টেন মো. আনাম চৌধুরী বলেন, হাদিসুরের পরিবারকে ক্ষতিপূরণ দিতে দেরি করছে বিএসসি। সরকারের এত বড় সাপোর্টের পরও বিএসসির ক্ষতিপূরণ দিতে কেন দেরি হচ্ছে? আশা করি সপ্তাহখানেকের মধ্যে সুরাহা হবে।

প্রসঙ্গত, ২১ ফেব্রুয়ারি তুরস্কের ইরাগলি বন্দর থেকে পণ্যবোঝাই করে ইউক্রেনের উদ্দেশে রওনা দেয় বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘এমভি বাংলার সমৃদ্ধি’। রাশিয়া ইউক্রেনে হামলা করলে জাহাজটি আটকা পড়ে। এক সপ্তাহের মাথায় হামলার শিকার হয় জাহাজটি। নাবিকদের চেষ্টায় জাহাজের আগুন নিয়ন্ত্রণে এলেও নিহত হন নাবিক হাদিসুর রহমান।

 

সর্বশেষ খবর