বুধবার, ১ জুন, ২০২২ ০০:০০ টা

অতিরিক্ত ডিআইজি হলেন পুলিশের ৪৬ কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক

পুলিশ সুপার (এসপি) থেকে অতিরিক্ত ডিআইজি পদে ৪৬ কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে সরকার। পদোন্নতিপ্রাপ্তরা হলেন- মো. মাসুদ করিম, এজাজ আহমেদ, মো. আনিছুর রহমান, মো. ইকবাল, মো. আশরাফুল ইসলাম, মোহা. মনিরুজ্জামান, খো. ফরিদুল ইসলাম, ড. মো. আবদুস সোবাহান, টুটুল চক্রবর্তী, মোহাম্মদ হাসান বারী নূর, একেএম মোশাররফ হোসেন মিয়াজী, মো. আবদুর রাজ্জাক, মো. আলমগীর কবীর, মো. মনিরুজ্জামান, মোছা. ফরিদা ইয়াসমিন, বেগম হাসিনা রহমান, বেগম রেবেকা সুলতানা, বেগম শাহীনা আমিন, বেগম রুমানা আক্তার, বেগম কানিজ ফাতেমা, বেগম সুলতানা নাজমা হোসেন, মো. জোবায়েদুর রহমান, বেগম ফরিদা ইয়াসমিন, মো. হামিদুল আলম, মো. জালাল উদ্দিন আহমেদ চৌধুরী, মো. হুমায়ুন কবীর, মো. রশীদুল হাসান, তোফায়েল আহাম্মদ, সঞ্জয় কুমার কুণ্ডু, মো. নিজামুল হক মোল্যা, এস এম এমরান হোসেন, মুহাম্মদ সাইদুর রহমান খান, সাইফুল্লাহ আল মামুন, খান মুহাম্মদ রেজোয়ান, মো. আসাদ উল্লাহ চৌধুরী, মো. আমির জাফর, মো. সাজিদ হোসেন, বিধান ত্রিপুরা, বেলাল উদ্দিন, নরেশ চাকমা, ড. একেএম ইকবাল হোসেন, মো. জিয়াউল হক, মো. মাশরুকুর রহমান খালেদ, হাসান মো. শওকত আলী, বেগম সহেলী ফেরদৌস এবং বেগম শামসুন্নাহার। তবে শেষের তিনজন কর্মকর্তা দেশে প্রত্যাবর্তন করে মূল কর্মস্থলে যোগদানের পর তাদের পদোন্নতির আদেশ জারি করা হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর