শনিবার, ১৬ জুলাই, ২০২২ ০০:০০ টা

ঋণের দায়ে বাংলাদেশ দেউলিয়া হতে পারে : জি এম কাদের

নিজস্ব প্রতিবেদক

ঋণের দায়ে বাংলাদেশ দেউলিয়া হতে পারে : জি এম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের বলেছেন, ঋণের দায়ে বাংলাদেশ দেউলিয়া হতে পারে। দেশের ঋণের পরিমাণ ১৬ লাখ কোটি টাকা। আগামীতে সুদসহ এ ঋণ পরিশোধ করতে হবে। তখন দেশের অবস্থা ভয়াবহ হতে পারে। গতকাল রাজধানীর জুরাইন রেলগেটে শ্যামপুর-কদমতলী থানা জাতীয় পার্টি আয়োজিত হুসেইন মুহম্মদ এরশাদের স্মরণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পার্টির কো-চেয়ারম্যান ও ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা এমপির সভাপতিত্বে আরও বক্তব্য দেন সাহিদুর রহমান টেপা, সুনীল শুভ রায়, মীর আবদুস সবুর আসুদ, মনিরুল ইসলাম মিলন, আরিফুর রহমান খান, আমির উদ্দিন ডালু, সুজন দে, শরফুদ্দীন শিপু, শেখ মাশুকুর  রহমান প্রমুখ। জি এম কাদের আরও বলেন, বাংলাদেশ আর শ্রীলঙ্কার মধ্যে অনেক মিল। করোনাকালে পর্যটন খাত ক্ষতিগ্রস্ত হয়েছে শ্রীলঙ্কার। আবার ১০ বছর গৃহযুদ্ধ করেও দেউলিয়া হয়নি শ্রীলঙ্কা। শুধু ঋণের বোঝা টানতে গিয়ে দেউলিয়া হয়েছে দেশটি। শ্রীলঙ্কা ও বাংলাদেশে একই রাজনৈতিক বাস্তবতা। এ কারণেই বাংলাদেশে শ্রীলঙ্কার মতো ভয়াবহ পরিস্থিতি হতে পারে। দুটি দেশেই কোথাও জবাবদিহি নেই।

তিনি বলেন, দ্রব্যমূল্য বেড়েই চলেছে। সরকারের নজর নেই। আমরা বলেছি ভর্তুকি দিয়ে হলেও নিত্যপণের দাম সহনশীল মাত্রায় রাখতে হবে। জি এম কাদের আরও বলেন, এরশাদ ছিলেন দেশপ্রেমিক নেতা। তিনি গণমানুষের শাসন প্রতিষ্ঠা করতে উপজেলা পরিষদ সৃষ্টি করেছিলেন। যদিও পল্লীবন্ধুর স্বপ্নের মতো উপজেলা ব্যবস্থা নেই। জনপ্রতিনিধিদের ক্ষমতা নেই উপজেলা ব্যবস্থায়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর