রবিবার, ১৪ আগস্ট, ২০২২ ০০:০০ টা
সংক্ষিপ্ত

বেহেশতে সরকার জনগণ নয় : রিজভী

নিজস্ব প্রতিবেদক

বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, দেশের জনগণ নয়, এ সরকার বেহেশতে আছে। তবে এ বেহেশত শাদ্দাদের বেহেশত। অচিরেই এ বেহেশত ভেঙে খানখান হয়ে যাবে। গতকাল রাজধানীর নয়াপল্টনে আরাফাত রহমান কোকোর ৫৩তম জন্মদিন উপলক্ষে জিয়া মঞ্চের দোয়া মাহফিল ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। রিজভী সরকারি দলের নেতাদের উদ্দেশে আরও বলেন, আপনারা বেহেশতের কথা বলে অহংকার করেন, জনগণের টাকা হরিলুট করে বেহেশতে থাকতে পারেন। কিন্তু জনগণ আপনাদের দুঃশাসনে নরকে আছে। মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্তরা এখন হাহাকার করছে। রিজভী আহমেদ বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে রাজপথ দখলের হমকি দেন। যদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী না থাকে তাহলে আপনারা ভীভু শিয়ালের মতো পালিয়ে যাবেন। তুলার মতো উড়ে যাবেন। জিয়া মঞ্চের সভাপতি আবদুস সালাম এতে সভাপতিত্ব করেন।

বক্তব্য দেন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, মীর সরফত আলী সপু, অধ্যাপক আমিনুল ইসলাম, ফয়েজ উল্লাহ ইকবাল প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর