বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২ ০০:০০ টা

আমতলী উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতিকে শেবাচিমে ভর্তি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত বরগুনার আমতলী উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোয়াজ্জেম খানকে বরিশাল শেরেবাংলা মেডিকেলে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১২ টায় তাকে সার্জারি বিভাগে ভর্তি করা হয়। এর আগে রাত সাড়ে ৮ টার দিকে উপজেলা সদরের সাদিয়া মার্কেটের সামনে তার ওপর অতর্কিত হামলা চালায় সন্ত্রাসীরা। আহতের স্বজনরা জানান, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে মোয়াজ্জম খান তার এক সহযোগীকে সঙ্গে নিয়ে সাদিয়া মার্কেটে যায়। এ সময় দুর্বৃত্তরা আকস্মিকভাবে তার ওপর হামলা চালায়। তারা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে পটুয়াখালী সদর হাসপাতালে ভর্তি করে।

 সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাত পৌনে ১২টায় বরিশাল শেরেবাংলা মেডিকেলে ভর্তি করা হয়। মোয়াজ্জেম খানের ভাই সেলিম খান জানান, ছাত্রজীবন থেকে আওয়ামী রাজনীতি করে আসছে মোয়াজ্জেম। সব শেষে ইউপি নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এ কারণে তার ওপর ক্ষিপ্ত ছিল দলীয় প্রতিপক্ষ। পূর্ব বিরোধের জের ধরে এই হামলা চালানো হয়েছে বলে তিনি দাবি করেন। তিনিসহ স্বজনরা এ ঘটনার বিচার দাবি করেন। আমতলী থানার ওসি একেএম মিজানুর রহমান মুঠোফোনে জানান, অভিযুক্তদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর