শিরোনাম
শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা
কর্মজীবী মহিলা হোস্টেল

৯৮৮টি রুমের দুটি ১০ তলা ভবনের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

কর্মজীবী নারীদের জন্য রাজধানী ঢাকায় ১০ তলাবিশিষ্ট দুটি কর্মজীবী মহিলা হোস্টেল ভবন উদ্বোধন করা হয়েছে। মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা গতকাল এ ভবন দুটি উদ্বোধন করেন। ঢাকার মিরপুরে নওয়াব ফয়জুন্নেছা কর্মজীবী মহিলা হোস্টেল ও খিলগাঁওয়ে বেগম রোকেয়া কর্মজীবী মহিলা হোস্টেলের ১০ তলা দুটি ভবন নির্মাণে ব্যয় হয়েছে ৪৪ কোটি ৫৯ লাখ ৫৫ হাজার টাকা। এ দুটি ভবনে মোট রুম আছে ৯৮৮টি। গতকাল মিরপুরে নওয়াব ফয়জুন্নেছা কর্মজীবী মহিলা হোস্টেল এবং খিলগাঁওয়ে বেগম রোকেয়া কর্মজীবী মহিলা হোস্টেলের ১০ তলা ভবন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেন, কর্মজীবী নারীরা যেন কর্মক্ষেত্রে নিশ্চিন্তে কাজ করতে পারে সে লক্ষ্যে ১০টি কর্মজীবী নারী হোস্টেল ও ১২০টি ডে-কেয়ার সেন্টার পরিচালিত হচ্ছে। জেলা ও উপজেলা পর্যায়ে যেসব ভবন নির্মাণের কার্যক্রম চলমান আছে, সেসব ভবনে কর্মজীবী নারী হোস্টেল ও ডে-কেয়ার সেন্টার স্থাপন করা হবে।

এর আগে গত ৮ আগস্ট বঙ্গমাতার জন্মদিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব কর্মজীবী মহিলা হোস্টেল, নীলক্ষেত, ঢাকায় নবনির্মিত ১০ তলা ভবনের শুভ উদ্বোধন করেন। এর ফলে বেশি সংখ্যক কর্মজীবী নারীর জন্য এখন নিরাপদ আবাসন নিশ্চিত হলো।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর