শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে টেকসই শান্তি আনুন

শান্তি পরিষদের সেমিনারে বক্তারা

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে টেকসই শান্তি আনার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ শান্তি পরিষদ। একই সঙ্গে রোহিঙ্গা প্রত্যর্পণের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। গতকাল বাংলাদেশ শান্তি পরিষদের উদ্যোগে সীমান্তে মিয়ানমার সৃষ্ট উত্তেজনা, বাংলাদেশের জাতীয় নিরাপত্তা এবং রোহিঙ্গাদের স্বদেশ প্রত্যাবর্তন প্রসঙ্গ- শীর্ষক এক সেমিনারে তারা এ আহ্বান জানান। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোজাফফর হোসেন পল্টু। সেমিনারে সূচনা বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ শান্তি পরিষদের সম্পাদকমন্ডলীর সদস্য অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী। সভায় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান নিজামুল হক নাসিম, বিশিষ্ট কূটনীতিক ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব শাব্বির আহমদ চৌধুরী, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপিকা মাহফুজা খানম, সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম, জাসদ সাধারণ সম্পাদক শিরিন আকতার এমপি, গণতন্ত্রী

 পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, প্রাক্তন রাষ্ট্রদূত মমতাজ হোসেন, শান্তি পরিষদের সম্পাদকমন্ডলীর সদস্য ও ন্যাপের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, শান্তি পরিষদের সম্পাদকমন্ডলীর সদস্য ও ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা মোস্তফা আলমগীর রতন প্রমুখ। সভায় বক্তারা বলেন, একদিকে ইউক্রেনের যুদ্ধ বর্তমান বিশ্বকে এক ভয়াবহ জায়গায় নিয়ে গেছে। অন্যদিকে, বাংলাদেশের সীমান্তে মিয়ানমারের অব্যাহত উসকানি এবং অস্থিরতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বক্তারা বলেন, মিয়ানমারের সামরিক জান্তা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বাংলাদেশ সীমান্তে প্রতিনিয়ত সামরিক তৎপরতা চালাচ্ছে। জনগণের ট্যাক্সের টাকায় বেশি দামে অস্ত্র কিনে নিজ দেশের নিরীহ রোহিঙ্গা জনগোষ্ঠী এবং গণতন্ত্রকামী মানুষের ওপর সন্ত্রাস এবং গণহত্যা চালাচ্ছে। যা বাংলাদেশের শান্তিকামী জনগণ কখনই মেনে নেবে না। আলোচনার মাধ্যমে সর্বোচ্চ কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে এ সমস্যার সমাধান করা উচিত। একই সঙ্গে সীমান্তে টেকসই শান্তি নিশ্চিত করা উচিত।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর