বুধবার, ২ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

করোনায় তিন মাসে সর্বোচ্চ মৃত্যু অক্টোবরে

সারা দেশে ডেঙ্গুতে মারা গেলেন আরও সাতজন

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাস সংক্রমণে গত তিন মাসের মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে অক্টোবরে। তবে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে সেপ্টেম্বরে। নমুনা পরীক্ষা বেশি হয়েছে আগস্ট মাসে। গতকাল স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞত্তিতে এ তথ্য জানানো হয়েছে। গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যুর খবর দিয়েছে অধিদফতর। এ সময়ে সুস্থ হয়ে উঠেছেন ২৭৮ জন করোনা রোগী। ৩ হাজার ৭৪টি নমুনা পরীক্ষা করে সংক্রমণ ধরা পড়েছে ৯৪ জনের দেহে। শনাক্তের হার ৩.০৬ শতাংশ, যা শেষ চার দিনের মধ্যে সর্বোচ্চ। গত এক দিনে মৃত ব্যক্তিটি ছিলেন নারী। ষাটোর্ধ্ব ওই নারী ময়মনসিংহ বিভাগের বাসিন্দা ছিলেন। স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, গত তিন মাসে করোনায় ১৩২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আগস্টে ৩২ জন, সেপ্টেম্বরে ৪০ জন ও অক্টোবরে ৬০ জন মারা গেছেন। নতুন রোগী শনাক্ত হয়েছে আগস্টে ৬ হাজার ৬৮৯ জন, সেপ্টেম্বরে ১৩ হাজার ২৫১ জন ও অক্টোবরে ১০ হাজার ৪৩ জন। নমুনা পরীক্ষা হয়েছে আগস্টে ১ লাখ ৪৩ হাজার ৮৭টি, সেপ্টেম্বরে ১ লাখ ২৫ হাজার ৩৬৪টি ও অক্টোবরে ১ লাখ ২৬ হাজার ৯২১টি।

গতকাল পর্যন্ত দেশে মোট ২০ লাখ ৩৫ হাজার ৩৩৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৪২৪ জন ও সুস্থ হয়ে উঠেছেন ১৯ লাখ ৮১ হাজার ১০২ জন।

ডেঙ্গুতে আরও সাত মৃত্যু : দেশে ডেঙ্গুজ্বরে আক্রান্তের সংখ্যা বাড়ছে। দীর্ঘ হচ্ছে মৃত্যুর সারি। সারা দেশে গতকাল ডেঙ্গু আক্রান্ত হয়ে সাতজনের মৃত্যু হয়েছে। এ সময়ে ৯৮৩ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে সারা দেশে বর্তমানে হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ৫৯৮ জনে। গতকাল স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে সারা দেশে হাসপাতালে ভর্তি হওয়া ৯৮৩ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৫৩২ জন এবং ঢাকার বাইরে ৪৫১ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৫৯৮ জনে। স্বাস্থ্য অধিদফতরের তথ্য মতে, চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৯ হাজার ৭ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩৫ হাজার ২৬১ জন। গতকাল ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মারা গেছেন ১৪৮ জন। ডেঙ্গুতে বছরের প্রথম মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল গত ২১ জুন। ২০২০ সালে করোনা মহামারিকালে ডেঙ্গুর সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ সালে সারা দেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। একই বছর দেশব্যাপী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছিল।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর