বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

আবারও বাড়ছে করোনা, সর্বোচ্চ ডেঙ্গু রোগী হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক

আবারও বাড়ছে করোনা, সর্বোচ্চ ডেঙ্গু রোগী হাসপাতালে

নমুনা পরীক্ষায় করোনা সংক্রমণ শনাক্তের হার কমতে কমতে ২৯ অক্টোবর ২ শতাংশের নিচে নেমে এসেছিল। নভেম্বরের দ্বিতীয় দিনে এসে আবারও পৌঁছে গেছে ৫ শতাংশের কাছাকাছি। চার দিনের ব্যবধানে দ্বিগুণের বেশি বেড়েছে শনাক্তের হার। গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৮০২ জনের নমুনা পরীক্ষায় ১৮৩ জনের দেহে সংক্রমণ ধরা পড়েছে। শনাক্তের হার ৪.৮১ শতাংশ। আগের দিন নতুন রোগী শনাক্ত হয়েছিল ৯৪ জন। শনাক্তের হার ছিল ৩.০৬ শতাংশ। গত ২৯ অক্টোবর শনাক্তের হার ছিল ১.৮৮ শতাংশ। সংক্রমণ ধরা পড়েছিল ৬৯ জনের দেহে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, গতকাল পর্যন্ত দেশে মোট ২০ লাখ ৩৫ হাজার ৫১৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১৯ লাখ ৮১ হাজার ৩৫৭ জন। মারা গেছেন ২৯ হাজার ৪২৪ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ২৫৫ জন। তবে এ সময়ে কেউ মারা যাননি।

করোনার পঞ্চম ঢেউয়ের ধাক্কায় গত ১ অক্টোবর শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছিল ১৫.২৮ শতাংশে। এরপর ধীরে ধীরে কমতে শুরু করে সংক্রমণ। ৯ অক্টোবর ১০ শতাংশের নিচে নামে শনাক্তের হার। ২৩ অক্টোবর ৫ শতাংশের নিচে, ২৭ অক্টোবর ৪ শতাংশের নিচে ও ২৯ অক্টোবর ২ শতাংশের নিচে নামে। ৩০ অক্টোবর কিছুটা বেড়ে ৩১ অক্টোবর আবার কমে শনাক্তের হার। তবে নভেম্বরের দুই দিনই বেড়েছে।

এক দিনে সর্বোচ্চ ১০৯৪ ডেঙ্গু রোগী শনাক্ত : সারা দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ১ হাজার ৯৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এটা এ বছর এক দিনে রোগী ভর্তির সর্বোচ্চ রেকর্ড। গতকাল ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন চারজন। সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৭৫০ জনে। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ১৫২ জনের মৃত্যু হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হওয়াদের মধ্যে ৬০০ জন ঢাকার বাসিন্দা। ঢাকার বাইরে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৯৪ জন। বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ২ হাজার ৩২২ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি রয়েছেন ১ হাজার ৪১৮ জন। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০ হাজার ১০১ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩৬ হাজার ১৯৯ জন। রাজধানী ঢাকাসহ মোট ৫০টি জেলায় ডেঙ্গু দেখা দিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, ডেঙ্গু এখন আশঙ্কাজনক হারে সারা দেশে ছড়িয়ে পড়েছে।

তবে, চিকিৎসারও পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। হাসপাতালে শয্যার অভাব হবে না।

গতকাল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার স্টানিং এবং প্রতিরোধ শীর্ষক এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রয়োজন হলে শয্যা আরও বাড়ানো হবে। তবে, শুধু চিকিৎসার মাধ্যমে ডেঙ্গু মোকাবিলা সম্ভব নয়। এ জন্য সিটি করপোরেশনসহ স্থানীয় সরকার মন্ত্রণালয়কে আরও জোরালোভাবে কাজ করতে হবে। একই সঙ্গে সাধারণ মানুষকেও আরও সচেতন হতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর