শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

রাজশাহীতে এসআইয়ের ঘুষ নেওয়ার অডিও ফাঁস

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী মহানগর পুলিশের রাজপাড়া থানার উপপরিদর্শক (এসআই) ওয়ারিশের মামলার আসামির কাছ থেকে ঘুষ দাবি ও ‘বিকাশ’-এর মাধ্যমে অর্থ নেওয়ার অডিও ফাঁস হয়েছে। বুধবার আসামিদের কাছ থেকে বিকাশের মাধ্যমে অর্থ লেনদেনের এমন একটি অডিও ক্লিপ ফাঁস হয়; যা গণমাধ্যমকর্মীদের হাতে আসে। এ ছাড়া বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। জানা গেছে, ৩ নভেম্বর পূর্বশত্রুতার জেরে রাজপাড়া থানার বাগানপাড়ার সেলিমের ছেলে সম্রাটকে মারধরের অভিযোগে চারজনের নামে রাজপাড়া থানায় মামলা হয়। মামলাটি তদন্তের দায়িত্ব পান এসআই ওয়ারিশ। ফাঁস হওয়া অডিও থেকে জানা যায়, ৩ নভেম্বর মামলার পরদিনই ১ নম্বর আসামি রফিকে এসআই ওয়ারিশ তার ব্যক্তিগত ফোন নম্বর থেকে কল করে ঘুষ দাবি করেন। কিছু খরচ দিতে হবে। তাহলে তাদের গ্রেফতার করা হবে না। ওইদিনই রফির কাছ থেকে এসআই ওয়ারিশ ০১৭১৯-৮৭৯২১২ (এজেন্ট) নম্বরে ২ হাজার ৪০ টাকা নেন।

পরে তার দাবি করা ঘুষের ৫ হাজার টাকার মধ্যে আরও ৩ হাজার টাকা বিকাশে (০১৭৪৬-৬৬০২২২ নম্বর) নেন ওয়ারিশ।

এরপর আর একদিন রফিকে ০১৭১৫-৯১০৮৬০ নম্বর থেকে কল করে ওয়ারিশ বলেন, ‘ওসি স্যারের জন্য একটা বাজেট কইর। ওসি স্যারকে দিতে হবে, না হলে সমস্যা হবে।’ এরপর ৬ নভেম্বর এসআই ওয়ারিশ কল করে জামিনের বিষয়ে জানতে চান এবং পুলিশ ফোর্সের জন্য চা-নাশতার জন্য টাকা দাবি করেন। ৭ নভেম্বর জামিন নিয়ে রাজপাড়া থানার ডিউটি অফিসারের কাছে কাগজ জমা দেন রফি। বিষয়টি এসআই ওয়ারিশ জানতে পারলে রফিকে ফোন দিয়ে ডিউটি অফিসারকে কাগজ দেওয়ার জন্য গালাগালি করেন।

রাজপাড়া থানার উপপরিদর্শক ওয়ারিশ জানান, ‘উনারা সুপরিকল্পিতভাবে আমার বক্তব্য এডিট করে দিয়েছে। ওই এলাকার মাদক ব্যবসায়ীরা আমার ওপর ক্ষুব্ধ। তারাই এখন এমন বক্তব্য ছড়িয়েছে। আমি কোনো টাকাই নিইনি।’

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান বলেন, ‘এমন ঘটনা আমার জানা নেই। যদি কেউ ঘুষ নিয়ে থাকে আমার কথা বলে, তার বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর