মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

বিচারপতি গোলাম রাব্বানী আর নেই

নিজস্ব প্রতিবেদক

বিচারপতি গোলাম রাব্বানী আর নেই

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি গোলাম রাব্বানী আর নেই। তিনি গতকাল দুপুর পৌনে ১টায় ঢাকার গুলশানে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। এ ছাড়াও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি, জাতীয় মহিলা আইনজীবী সমিতিসহ বিভিন্ন সংগঠন পৃথক বিবৃতিতে শোক জানিয়েছে। মিসেস গোলাম রাব্বানী সাংবাদিকদের জানান, তাঁর ছেলে যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যারিস্টার জিয়াউল হাসান আজ দেশে ফিরবেন। এরপর ১৬ নভেম্বর গোলাম রাব্বানীকে রাজশাহীর কাদিরগঞ্জ হেতিম খাঁ কবরস্থানে দাফন করা হবে। এর আগে ওইদিন সকাল সাড়ে ১০টায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে মরহুমের প্রথম জানাজা এবং রাজশাহীর কাদিরগঞ্জে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে বলে সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে জানানো হয়েছে। বিচারপতি গোলাম রাব্বানী ২০১০ সাল থেকে ৭ বছর একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি ছিলেন।  ২০১৭ সালে তাঁকে সংগঠনের উপদেষ্টামণ্ডলীর সভাপতি নির্বাচিত করা হয়। মৃত্যুর আগ পর্যন্ত তিনি এ পদেই দায়িত্বে ছিলেন। গোলাম রাব্বানী ১৯৩৭ সালে ১০ জানুয়ারি রাজশাহীতে তাঁর নানাবাড়িতে জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবন শেষে ১৯৬০ সালে তাঁর কর্মজীবন শুরু হয়। ১৯৯২ সালের ১৮ ফেব্রুয়ারি তিনি হাই কোর্ট বিভাগের বিচারক হিসেবে নিয়োগ পান। ২০০১ সালের ১১ জানুয়ারি তিনি আপিল বিভাগের বিচারক হন। পরের বছর ২০০২ সালের ১০ জানুয়ারি অবসরে যান। কর্মজীবনে তিনি বঙ্গবন্ধু হত্যা মামলা, ফতোয়া-সংক্রান্ত মামলা, তালাক ও ভরণপোষণ-সংক্রান্ত বিষয়ে উল্লেখযোগ্য রায় দিয়েছেন। যা বিভিন্ন মহলে এখনো সমাদৃত।

গোলাম রাব্বানী আইন ও সংবিধান নিয়ে দুই ডজনেরও বেশি বই প্রকাশ করেছেন। এ ছাড়া মুক্তিযুদ্ধ ও ইসলামের ওপর তাঁর লেখা বেশ কিছু বই প্রকাশিত হয়েছে। উল্লেখযোগ্য বইগুলো হলো- মুনাজাত মঞ্জুষা, বাংলাদেশে দুঃখের বিচার, বাংলার যে মুখ আজীবন দেখিলাম, ছহি মুক্তিযুদ্ধনামা, দ্য কোড অব সিভিল প্রসিডিউর, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান : সহজ পাঠ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর