শনিবার, ২৬ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

যুগোপযোগী শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক তৈরির আহ্বান

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়ার ৯৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেছেন, ৯৫ ভাগ মুসলমানের এই দেশে মুসলিম জাতিসত্তা আজ সংকটাপন্ন। দেশে কোরআন-সুন্নাহ ও আধুনিক চাহিদার সঙ্গে সম্পর্ক রেখে যুগোপযোগী শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক তৈরি হবে এটা ছিল সবার প্রত্যাশা। অথচ স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদরাসা থেকে ইসলাম শিক্ষা আজ বিলীন হওয়ার পথে। বিজাতীয় শিক্ষা-সংস্কৃতি আজ স্কুল, কলেজ, মাদরাসা ও বিশ্ববিদ্যালয়ে বাস্তবায়নের শেষ পর্যায়ে। গতকাল পল্টনে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগরী আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। মুহাম্মদ জুবায়েরের সভাপতিত্বে বক্তব্য রাখেন মাওলানা ফারুক আহমাদ, মুহাম্মাদ জহিরুল ইসলাম মাওলানা মুহাম্মদ রুহুল আমীন প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর