মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

বিএনপি ১০ ডিসেম্বরের জনসভা নিয়ে তর্জন-গর্জন করছে

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

গাজীপুর প্রতিনিধি

বিএনপি ১০ ডিসেম্বরের জনসভা নিয়ে তর্জন-গর্জন করছে

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক এমপি বলেছেন, বিএনপি ১০ ডিসেম্বরের জনসভা নিয়ে খুব তর্জন-গর্জন করছে। তারা বলেছিল ১০ ডিসেম্বরের পর দেশ চলবে খালেদা জিয়া ও তারেক রহমানের কথায়। এখন তারা লেজ গুটাচ্ছে। এসব কথা এখন আর তারা বলে না। গতকাল জেলা শহরের ভাওয়াল রাজবাড়ী মাঠে আওয়ামী লীগ গাজীপুর সদর মেট্রো থানা শাখার ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন, বিএনপি রাজপথে জনসভা করতে চায়। সেখানে তারা বেশি লোক দেখাতে চায়। কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করলে এক কোনাও ভরবে না। সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মো. ওয়াজউদ্দিন মিয়া সভায় সভাপতিত্ব করেন। সম্মেলনে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা এস এম কামাল হোসেন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি, অ্যাডভোকেট মো. আজমত উল্লা খান ও মো. আতাউল্যাহ মণ্ডল, মো. আসাদুর  রহমান কিরণ প্রমুখ। সম্মেলনে অ্যাডভোকেট মো. ওয়াজউদ্দিন মিয়াকে সদর মেট্রো থানা আওয়ামী লীগের সভাপতি হিসেবে নাম ঘোষণা করা হয়। সাধারণ সম্পাদক পদে ১৭ জন প্রার্থী হওয়ায় ওই পদে নাম ঘোষণা করা হয়নি।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর